বাংলা চ্যানেলগুলিতে সিরিয়ালের একাধিক দৃশ্য নিয়ে ট্রোল বহুবার হয়েছে। কখনও একই গল্পের প্লট নিয়ে তৈরি হচ্ছে দুটি সিরিয়াল আবার সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠা দেখেও সমালোচনার মুখে পড়তে হয়েছে ধারাবাহিক নির্মাতাদের। তবে এগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকগুলি। তাঁর লেখা 'গুড্ডি' বরাবরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না।
এবার ট্রোলের মুখে গুড্ডির নায়িকা
এই সিরিয়ালের নায়ক অনুজ তথা রণজয়ের চরিত্রের কারণে তিনি এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছিলেন। তবে এবার এই সিরিয়ালের নায়িকার কারণেই ট্রোলের মুখে পড়তে হল ধারাবাহিকটিকে। গুড্ডি ধারাবাহিকের গল্পে একাধিক মোড় আসলেও অনুজকে নিয়ে গুড্ডি ও শিরিনের টানাটানি কিন্তু একই জায়গায় আছে।
গুড্ডি সিরিয়াল ট্রোল সোশ্যাল মিডিয়ায়
এই সিরিয়াল ট্রোল হওযার আসল কারণ হল ধারাবাহিকে এমন এক দৃশ্য দেখানো হয়েছে যার সঙ্গে আদৌও বাস্তবের কোনও মিল নেই। আর সেই দৃশ্য দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়াল ব্যাপকভাবে ট্রোল হতে শুরু করে দিয়েছে। ধারাবাহিকে দেখানো হয়েছে গুড্ডি নিজেই নিজেকে সিঁদুর পরাচ্ছেন। এই দৃশ্য দেখার পর থেকেই দর্শকরা এই সিরিয়ালের সমালোচনায় সরব হয়েছেন।
আরও পড়ুন: Godhuli Alap: 'সাহেবের চিঠি'-র পর এবার কোপ পড়বে 'গোধূলি আলাপ'-এ? ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা
ধারাবাহিকে নতুন মোড়
দর্শকরা জানেন কিছুদিন আগেই সিরিয়ালে গুড্ডি এবং যুধাজিতের বিয়ের ট্র্যাক চলছিল। বিয়ের দিনই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বসে অনুজ। স্যারজির বিপদ হয়েছে জেনে গুড্ডি চুপ করে কি বসে থাকতে পারেন? বিয়ের মন্ডপ থেকে হাসপাতালে ছুটে আসে সে। এরপর আবার বিয়ের অনুষ্ঠানে ফিরে এলে যুধাজিতের মা সাফ জানিয়ে দেন এই মেয়েকে কিছুতেই তিনি বাড়ির বউ করে ঘরে তুলবেন না। তবে আসল চমক তো এরপর বাকি ছিল। এই ঘটনার পর জানা যায় অনুজের সন্তানের মা হতে চলেছে শিরিন। এই দৃশ্য দেখে তো দর্শকদের রীতিমত মাথায় হাত। কারণ তারা অনুমান করেছিলেন এবার হয়ত গুড্ডির সঙ্গে অনুজের মিল হতে চলেছে। তবে সে গুড়ে বালি দিয়ে সিরিয়ালের গল্প লেখিকা লীনা গাঙ্গুলী নতুন দিকে ঘুরিয়ে দিলেন ধারাবাহিকের মোড়। এখন শিরিনের প্রতি অনুজের উজাড় করা ভালোবাসা দেখা গেল। অনুজ জানিয়ে দিল যে সে আর শিরিনকে অপমান করবে না বরং তাঁর হবু সন্তানের মাকে সে আদরে যত্নে মুড়ে রাখবে। অন্যদিকে যুধাজিত গুড্ডিকে নিয়ে নিজের মায়ের কাছে পৌঁছে গিয়েছে। তবে যুধাজিত নিজের মাকে রাজি করিয়ে নিয়েছে এই বলে যে সে এখনই গুড্ডিকে বিয়ে করছে না।
নিজেকে নিজে বিয়ে করেন গুড্ডি
অন্যদিকে যখন গুড্ডি যখন জানতে পারে শিরিন সন্তানসম্ভবা তখন সে আবার যুধাজিৎকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের মন্ডপে বসে সে বলে তার বাবুজি (বাবা) নাকি তাকে বলেছে তাদের পাহাড়ি নিয়মে কনে নাকি নিজে থেকেই নিজে সিঁদুর পরে। আর ব্যাস, গুড্ডি নিজেই নিজেকে সিঁদুর পরিয়ে দিলেন। এভাবেই গুড্ডির সঙ্গে যুধাজিতের বিয়ে হয়ে যায়। এই দৃশ্য দেখে কিন্তু ট্রোল করতে ছাড়ছেন না দর্শকরা।
ধারাবাহিকের বিয়ে নিয়ে আগেও ট্রোল হয়েছে
এর আগেও বাংলা সিরিয়ালে আজব আজব বিয়ের দৃশ্য দেখা গিয়েছিল। কখনও উড়ন্ত সিঁদুর কিংবা উড়ন্ত মালাতে নায়ক নায়িকার বিয়ে হতে দেখা যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের দৌলতে লিপস্টিক পরিয়েও বিয়ে ধুলোকনাতে দেখেছেন দর্শকরা। কিন্তু নিজেকে নিজে সিঁদুর পরিয়ে বিয়ে এমন নজির বোধহয় দেখা যায়নি। আর এই নিয়েই হাসাহাসি করতে শুরু করেছেন দর্শকরা। টিআরপিতে এমনিতেই জায়গা করতে পারছে না গুড্ডি, তার ওপর এরকম আজব আজব দৃশ্য দেখিয়ে ধারাবাহিকের আকর্ষণ ক্রমেই তলানিতে গিয়ে ঠেকছে।