scorecardresearch
 
Advertisement

Saswata Chatterjee On Depression: টেলি অভিনেতাদের কেন বিষণ্ণতা ঘিরে ধরছে? শাশ্বতর কথায় বিস্ফোরক তথ্য

Saswata Chatterjee On Depression: টেলি অভিনেতাদের কেন বিষণ্ণতা ঘিরে ধরছে? শাশ্বতর কথায় বিস্ফোরক তথ্য

শাশ্বত চট্টোপাধ্যায়। টলিউডে কারও 'অপু', আবার কারও 'অপু দা'। দর্শকদের কাছে 'তোপসে', 'বব বিশ্বাস', 'শবর', 'হাতকাঁটা কার্তিক', 'বাদল বাগচী', 'পবিত্র চ্যাটার্জী' ইত্যাদি নানা অনস্ক্রিন নাম আছে তাঁর। ফের একেবারে নতুন চরিত্রে সকলের মন জয় করেতে চলেছেন তিনি। এবার দর্শকদের তিনি দেবেন নিখাদ হাস্যরস। কারণ এবার ভানু-রূপে ধরা দেবেন শাশ্বত। ১৫ নভেম্বর মুক্তি পাবে ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'যমালয়ে জীবন্ত ভানু'। বড় পর্দার আগে ছোট পর্দা থেকেই জনপ্রিয়তা পান শাশ্বত। তবে বর্তমান সময়ে বেশিরভাগ টেলি অভিনেতা ভোগেন বিষণ্ণতায়। bangla.aajtak.in-র সঙ্গে এক্সকলুসিভ আড্ডার মাঝে, এর কারণ ব্যাখ্যা করলেন অভিনেতা।

Advertisement