ফের একসঙ্গে বড় পর্দায় দেখা বে দুই দাপুটে অভিনেতা- অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে। সৌজন্যে পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নামও খুব চেনা এক গানের লাইন। 'দ্বীপ জ্বেলে যাই' ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে কালজয়ী গান 'এই রাত তোমার আমার'-র রেশ ধরেই তৈরি হচ্ছে নতুন ছবিটি। মঙ্গলবার প্রকাশ্যে এল পোস্টার।
কালজয়ী গানের রেশ ধরে তৈরি হলেও, এই ছবি কোনও বায়োপিক বা রিমেক নয়। সারা জীবন এক সঙ্গে কাটানোর পরও, কত কথা বলা হয় না! সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের জন্য দরকার একটা রাত...। আর সেই একটা রাতের কিছু ঘটনা, স্মৃতিচারণকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির গল্প। প্রেম এবং বিষাদে মাখা নানা অনুভূতি মিশেলে, বাংলা সিনেমার দুই মহীরুহ এক নতুন ছবি উপহার পাবে দর্শক। পরিচালনার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। ছবির সংলাপও তাঁরই লেখা।
'এই রাত তোমার আমার'-র জন্যে বেশ কিছুটা ওজন বাড়াতে হয়েছে অঞ্জন দত্তকে। তাঁর আসল বয়সের থেকে কিছুটা বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রির রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর প্রস্থেটিক মেকআপে বেশি বয়স্ক দেখাচ্ছে তাঁকে। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন প্রসেনজিৎ চৌধুরী এবং সঙ্গীত পরিচালনা ইন্দ্রদীপ দাশগুপ্তর। হইচই স্টুডিওজের ব্যানারে আগামী ৩০ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরমব্রতর নতুন এই ছবিটি।
প্রসঙ্গত, এর আগে নয়ের দশকে অপর্ণা সেনের পরিচালনায় 'যুগান্ত' ছবিতে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত। এরপর ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের জাতীয় পুরস্কারজয়ী ছবি 'এক যে ছিল রাজা'-তে ফের একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে। 'এই রাত তোমার আমার'- এ আর কোন কোন চমক থাকে, সেটাই এখন দেখার অপেক্ষা।