অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁকে আসমুদ্র হিমাচল চেনে। তাঁর গান মুগ্ধ করে সবাইকে। স্বাভাবিকভাবেই বাঙালির আইকন অরিজিৎ সিংকে নিয়ে কৌতুহলের শেষ নেই সাধারণ মানুষের। কমবেশি সবাই অরিজিতের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী। তিনি কীভাবে সংগীত জগতে এত সুনাম করলেন, তাঁর পারিবারিক জীবন কেমন এই সব বিষয়ে শ্রোতাদের মনে অনেক প্রশ্ন।
সেই অরিজিতের সম্পর্কে 'অজানা' কথা শেয়ার করলেন পপ তারকা ঊষা উত্থুপ। তিনি বলেন, অরিজিৎ সম্পর্কে অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমি আজকে এমন একটা কথা বলব, যেটি হয়তো সবাই জানে না। সেটা হল অরিজিৎ ভীষণ ফ্যামিলি ম্যান। ও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ও চাই, সবার সঙ্গে ভালোভালে থাকতে। ও মাটির মানুষ।
'ব্যক্তিগত' অনুষ্ঠানে ঊষা উত্থুপকে Rapid Fire রাউন্ডে জিজ্ঞেস করা হয়, 'রোম্যান্টিক গায়ক হিসেবে কে সেরা- কুমার শানু না অরিজিৎ সিং'? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি দুই গায়কেরই ভূয়সী প্রশংসা করেন।
ঊষা উত্থুপ বলেন, 'কুমার শানু ও অরিজিৎ দুজনেই দেশের বিখ্যাত গায়ক। কারও সঙ্গে কারও তুলনা হয় না। শানু তো আমার স্টুডিওতেও অনেক গান করেছে। ওর অনেক রেকর্ড রয়েছে।' তারপরই অরিজিতকে নিয়ে বলেন, 'অরিজিৎ খুব আলাদা। সবার থেকে আলাদা। ও খুবই ভালো গায়ক। আমি ওকে খুবই ভালোবাসি। ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ওকে সবাই ভালোবাসে। আমার মতোই। তবে আজ এমন একটা বিষয় শেয়ার করব ওর সম্পর্কে যেটা হয়তো সবাই জানে না। ও খুব সাধারণ জীবন যাপন করে আর অরিজিৎ একজন ফ্যামেলি ম্যান। আর পাঁচজনের মতো নয় ও।'
ঊষা উত্থুপের আরও সংযোজন, 'আমি ওকে প্রথম দেখি, ফেম গুরুকুলে। তখনও ও তো একেবারেই বাচ্চা। কিন্তু তারপর ওকে দেখলাম আস্তে আস্তে বড় হতে। কঠোর পরিশ্রম করতে। ও যে জায়গায় নিজেকে নিয়ে গেছে তা সত্যিই অবাক করার মতো।'
গায়িকা আরও বলেন, 'অরিজিৎ আমাকে কাঁদিয়ে দিয়েছিল, যখন ও খাদ সিনেমার সেই বিখ্যাত দেখো আলোয় গানটা করে তখন কেঁদে ফেলেছিলাম। আজও ওই গানটা শুনলে কাঁদি। আরও এমন অনেক গান ও করেছে যেগুলো চোখে জল এনে দেয়। অরিজিৎ সবার থেকে আলাদা। ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।'