পুরাণ মতে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা, গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। এমনকী দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। ঋগবেদ অনুসারে, বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। মূলত কারাখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়। আরও উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে, বিভিন্ন ধরনের পেশার মানুষ এদিন তাঁর পুজো করেন।
১৭ সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পুজো। এদিন দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসেও ধুমধাম করে হল পুজো। দেব- রুক্মিণী মৈত্র ছাড়াও হাজির ছিলেন টলিউডের বহু তারকারা। সুস্মিতা চট্টোপাধ্যায়, সৃজা দত্ত, অভিজিৎ সেন, অতনু রায় চৌধুরীর মতো তারকারা এদিন সামিল হয়েছিলেন টলিউড সুপারস্টারের অফিসে। সকলের সঙ্গে পোজ দিয়ে, সেই লেন্সবন্দি মুহূর্তই সোশ্যাল পেজে শেয়ার করেছেন অভিনেতা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি 'খাদান'-র টিজার। ২০২৪-এর প্রথম দিন দেবের এই নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই, দর্শকের মধ্যে কৌতূহলের পারদ চড়তে থাকে। 'খাদান'-র গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, রাজনীতি সহ নানা বিষয়। সেই সঙ্গে পর্দায় ফুটে উঠবে শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব। এক কথায় বলা যায়, কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হবে 'খাদান'।
প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, দেবের নতুন ছবি 'টেক্কা' আসছে এই পুজোয়। 'টেক্কা'-তে দেব ছাড়াও রয়েছেন রুক্মিণী ও স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়াও দেব, অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেন-এই ত্রয়ী ফের নতুন ছবি আনছেন এবছর বড়দিনে। নতুন এই ছবির নাম 'প্রতীক্ষা'। এই ছবিটির শ্যুটিং শুরু হবে নভেম্বর মাসে। বেশিরভাগ শ্যুট হবে লন্ডনে। তবে কলকাতাতেও শ্যুটিং হবে। এর আগে অতনুর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিজের ব্যানারে দেবের ছবিগুলি মুক্তি পেয়েছে বড়দিনে। তবে এবার শীতকালে মুক্তি পাবে না 'প্রতীক্ষা'। শোনা যাচ্ছে, সেসময় দেবের 'খাদান' মুক্তি পাবে বলেই, এই সিদ্ধান্ত নেওয়া যায়।