scorecardresearch
 

Dev Secrets: 'টেনশন বা রাগ হলে...', এভাবে নিজের মাথা ঠাণ্ডা করেন দেব! মা, বোন বা রুক্মিণীর লেগপুলের শিকারও হন

Tollywood Superstar Dev: একটি প্রচলিত প্রবাদ 'যে রাঁধে সে চুলও বাঁধে...', সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে যদি ছেলেদের জন্যেও একই প্রবাদ ব্যবহার করা যেত, তাহলে তা দেবের জন্যেও প্রযোজ্য হত।

Advertisement
দেব (ছবি: ইনস্টাগ্রাম) দেব (ছবি: ইনস্টাগ্রাম)

তিনি টলিউডের অন্যতম সুপারস্টার। সেই সঙ্গে এই মুহূর্তের প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। আবার পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ। তবুও তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। তবে পরিবারের জন্যেও ব্যস্ততার মধ্যেও সময় বের করেন। কথা হচ্ছে দেবকে নিয়ে। এবার নিজের বিষয় একগুচ্ছ সিক্রেট সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা। 

একটি প্রচলিত প্রবাদ 'যে রাঁধে সে চুলও বাঁধে...', সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে যদি ছেলেদের জন্যেও একই প্রবাদ ব্যবহার করা যেত, তাহলে তা দেবের জন্যেও প্রযোজ্য হত। কারণ একজন এত বড় মাপের তারকা হয়েও, এখনও বাড়ির বহু কাজ করেন তিনি। দেবের নতুন ছবি 'টেক্কা' আসছে চলতি বছর পুজোয়। এই ছবির টিজার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বিভিন্ন কথা প্রসঙ্গে নিজের ব্যাপারে বহু অজানা তথ্য ভাগ করে নিলেন দেব নিজেই। দেবের এক ফ্যান ক্লাবের তরফে করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। 

রাগ হওয়া প্রসঙ্গে দেব বলেন, "আমি রেগে গেলে সারাক্ষণ ঘর পরিষ্কার করি। আমার বাবা ক্যাটারিং করত, আমি বাসন মাঝতাম, আমি সেই জার্নিটা করে উঠে এসেছি। শ্যুটিংয়ে গিয়ে সবাইকে খাবার খাওয়াতাম, প্লেট তুলতাম... অতীত ভুলে গিয়ে লাভ নেই। সকলের ভালোবাসায় আমি একটা জায়গায় পৌঁছেছি, তার মানে আমি তো ভগবান নই। আমাদেরও রাগ হয়। আমি যদিও খুব একটা রাগি না বা রাগ দেখাই না।" 

দেব আরও বলেন, "আমার টেনশন বা রাগ হলে, ঘর গোছাতে শুরু করে দিই। আসলে কিছুতে নিজেকে ব্যস্ত রাখতে চাই। রবিবার সেটা হয় অনেক সময়, হয়তো কাজ নেই, সব অফিস বন্ধ। অনেক সময় মা, রুক্মিণী বা বোন বলে, 'আচ্ছা কোনও কাজ নেই আজ...'। বাথরুমও পরিষ্কার করি আমি। একটুও নোংরা থাকলে ভাল লাগে না। একদম পরিষ্কার বাথরুম পছন্দ আমার...।" 

Advertisement

 

 

প্রসঙ্গত, সময়টা খুব ভাল যাচ্ছে দেবের। একের পর এক সুপারহিট ছবি মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে। গত বছর বড়দিনের আগের মুক্তি পাওয়া 'প্রধান'-ও, 'ডাঙ্কি' ও 'সালার' ঝড়ের মাঝেও বক্স অফিসে ভালই ব্যাটিং করছে। সামনেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, দেবের নতুন ছবি 'টেক্কা'। এই ছবিতে দেব ছাড়াও রয়েছেন রুক্মিণী ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

এছাড়াও দেব, অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেন-এই ত্রয়ী ফের নতুন ছবি আনছেন এবছর বড়দিনে। নতুন এই ছবির নাম 'প্রতীক্ষা'। এই ছবিটির শ্যুটিং শুরু হবে নভেম্বর মাসে। বেশিরভাগ শ্যুট হবে লন্ডনে। তবে কলকাতাতেও শ্যুটিং হবে। এর আগে অতনুর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিজের ব্যানারে দেবের ছবিগুলি মুক্তি পেয়েছে বড়দিনে। তবে এবার শীতকালে মুক্তি পাবে না 'প্রতীক্ষা'। শোনা যাচ্ছে, সেসময় দেবের 'খাদান' মুক্তি পাবে বলেই, এই সিদ্ধান্ত নেওয়া যায়।     


 

TAGS:
Advertisement