scorecardresearch
 

DEV On Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যান হতে হতে পরের লোকসভা ভোট! দেব যা বললেন

Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে 'বাধা'র কথাও উল্লেখ করেছেন দেব। তিনি জানান,'রাস্তায় অনেকগুলি দোকান তৈরি হয়েছে। যেখানে বড় বড় মেশিন ঢুকতে পারবে না। তাঁদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া চলছে'।

Advertisement
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব।
হাইলাইটস
  • ঘাটালে বন্যা পরিস্থিতি দেখলে গেলেন দেব।
  • ঘাটাল মাস্টার প্ল্যান হতে ৫ বছর লাগবে বলে জানালেন।

মাস্টার প্ল্যান হবে কবে? প্লাবিত ঘাটালের এখন একটাই প্রশ্ন। রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সেখানে তাঁকে আরও একবার ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে, সেই প্রশ্নের মুখে পড়তে হয়। সদ্য লোকসভা ভোটের প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়ে জিতেছেন দেব। তিনি জানান, তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন সম্ভব নয়। অন্তত ৫ বছর লাগবে।               

এ দিন দেব বলেন,'মান সিং কমিটি যে ঘাটাল মাস্টার প্ল্যানের যে পরিকল্পনা দিয়েছিল, সেটা করলে অর্ধেক ঘাটাল শহর নদী হয়ে যাবে। অনেকগুলি জায়গাকে নদীতে রূপান্তরিত করতে হবে। সেটা তো এখন সম্ভব নয়! নতুন পরিকল্পনা অনুযায়ী ৪ কিলোমিটার জমি দরকার। একটা বাঁধ করে দুটো নদীকে এক করতে হবে'। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা দিচ্ছে বিরোধীরা। সেই দিকেই ইঙ্গিত করে বলেন,'জমি অধিগ্রহণ শুরু হয়েছে। আজকাল দেখছি, আমি জিতে গিয়েছি মানে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাওয়া উচিত। ৩ মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না। জুনে জেতার পর তিন মাস হয়েছে। আমার মনে হয়, রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কাজটা যেন দ্রুত গতিতে শুরু হয়। জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।' 

ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে 'বাধা'র কথাও উল্লেখ করেছেন দেব। তিনি জানান,'রাস্তায় অনেকগুলি দোকান তৈরি হয়েছে। যেখানে বড় বড় মেশিন ঢুকতে পারবে না। তাঁদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া চলছে'।

আরও পড়ুন

২০২৪ সালে লোকসভা ভোটে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেটা রূপায়ণে ৫ বছর, অর্থাৎ ২০২৯ সালের লক্ষ্যমাত্র দিলেন দেব। প্রণিধানযোগ্য, পাঁচ বছর পরে আবার লোকসভা ভোট। ঘাটালের তৃণমূল সাংসদের কথায়,'নূন্যতম ৫ বছর লাগবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে। তিন মাসে সম্ভব নয়'। সেই সঙ্গে তাঁর দাবি,'এই বন্যা ঘাটাল মাস্টার প্ল্যান থাকলেও সামলাতে পারত না। ৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। অনেকগুলি জেলা জলের তলায়। ঘাটাল মাস্টার প্ল্যান হলেও এই বন্যা সামলাতে পারত না। তবে এখানে বৃষ্টিপাতে যে জল হয়, সেটা থেকে রক্ষা পেতে পারি'। 

Advertisement

বলে রাখি, দক্ষিণবঙ্গের একাংশে বন্যার জন্য ইতিমধ্যেই ডিভিসি-কে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এটা 'ম্যান মেড বন্যা' বলে আখ্যায়িতও করেছেন। তিনি অভিযোগ করেছেন,'রাজ্যকে না জানিয়ে রেকর্ড পরিমাণে জল ছেড়েছে ডিভিসি'। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ডিভিসি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহারের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কথাই শোনা গেল দেবের মুখেও। 

TAGS:
Advertisement