Khadaan Movie: উত্তম কুমার পরবর্তী যুগে একটা দীর্ঘ সময় বাংলা ছবি হলে গিয়ে দেখা বা ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল হওয়া ছিল একধরনের স্বপ্নের মতো। বিশেষ করে শহরাঞ্চলে। বাংলা ছবির সেই সোনালি দিন কি ফিরে এল? এই প্রশ্নটা উঠছে, কারণ 'খাদান' ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো-এর রমরমায়। টলিউড সুপারস্টার দেবের 'খাদান' ছবিটি দেখতে গভীর রাতে দুটোর সময় সিনেমা হল হাউসফুল হল।
মধ্যরাতে হাউসফুল 'খাদান'
সাধারণত দক্ষিণ ভারতের সিনেমা বা বলিউডে শাহরুখ খানের সিনেমার এই উন্মাদনা দেখা যায়। সম্প্রতি অল্ল অর্জুনের পুষ্পা ২ ছবি ঘিরে মানুষের উন্মাদনা গোটা দেশকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু বাংলা ছবির এহেন ভিড়, বিশেষ করে মধ্যরাতে সিনেমা হল হাউসফুল হওয়ার নজির এই প্রথম বললে অত্যুক্তি হয় না। রাত দুটোর সময় 'খাদান' দেখতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটি সিনেমা হল হাউসফুল হয়ে গেল। জানা গিয়েছে, ওই হলটিতে ১৫৯টি আসন, সব টিকিট বিক্রি হয়ে যায় মাঝরাতেই।
1st show #Khadaan 2am
This is the situation
Happy me
Will share the reviews too 🙏🏻 pic.twitter.com/3X902ejb6Vআরও পড়ুন
— Dev (@idevadhikari) December 19, 2024
শো না মেলায় আক্ষেপ করেছিলেন দেব
সম্প্রতি 'খাদান' শো না পাওয়ায় এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করেছিলেন দেব। এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'খাদান-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছিল, আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছি। এখনও শো পাইনি।' বস্তুত, ছবিটি রিলিজ হওয়ার পর যেন অল্লু অর্জুনের পুষ্পা ২-এর জনপ্রিয়তাকেই যেন টেক্কা দিচ্ছে 'খাদান'।
বড়দিনের আবহে ৪টি বাংলা ছবি
ভিডিও বার্তায় দেব দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বললেন, 'ওপেনিংয়েই এমন উন্মাদনা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। ৬ কোটি বাজেটের সিনেমা সফল হলে পরবর্তীতে ১০ কোটি টাকা বাজেটের বাংলা ছবি বানানোর সাহস পাব। আর এই সাফল্যের গোটা কৃতীত্বটাই আপনাদের সকলের।' শুক্রবার বড়দিনের আবহে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে— ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ এবং ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’।