scorecardresearch
 

Kazi Nazrul Islam Biopic: কাজী নজরুল ইসলামের চরিত্রে কিঞ্জল! প্রথমবার বাংলায় তৈরি হবে বিদ্রোহী কবির বায়োপিক

Kazi Nazrul Islam Biopic- Kinjal Nanda: বাংলায় প্রথম বার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক হতে চলেছে। বিদ্রোহী কবির শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে। অন্যান্য চরিত্রে থাকছেন এপার ওপার বাংলার একঝাঁক চেনা মুখ।

Advertisement
কাজী নজরুল ইসলামের চরিত্রে দেখা যাবে কিঞ্জন নন্দকে কাজী নজরুল ইসলামের চরিত্রে দেখা যাবে কিঞ্জন নন্দকে

টলিউডে তৈরি হচ্ছে নতুন বায়োপিক। এবার কাজী নজরুল ইসলামের নানা অজানা গল্প দেখার- জানার সুযোগ পাবেন দর্শকেরা। পরিচালনায় দ্বায়িত্বে রয়েছেন আব্দুল আলিম। প্রশ্ন উঠছে, বিদ্রোহী কবির চরিত্রে কাকে দেখা যাবে? ছবিতে মুখ্য চরিত্রে, নজরুল ইসলামের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে। 

বাংলায় প্রথম বার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক হতে চলেছে। বিদ্রোহী কবির শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে। অন্যান্য চরিত্রে থাকছেন এপার ওপার বাংলার একঝাঁক চেনা মুখ। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে আরও চমক। টলিপাড়ার গুঞ্জন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে উঠে আসছে রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিৎ চক্রবর্তীর নাম। এছাড়াও শোনা যাচ্ছে, খরাজ মুখোপাধ্যায়েকে এই ছবিতে দেখা যাবে ফজলুল হকের চরিত্রে। বিরজাসুন্দরী দেবী রূপে দেখা যাবে কাঞ্চনা মৈত্রকে। আলি আকবর খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু। সজনীকান্ত দাসের চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়কে।  

প্রস্থেটিক মেকআপের সাহায্য নেওয়া হবে ছবিতে। শোনা যাচ্ছে, এই কাজটি করবেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু। পশ্চিমবঙ্গ এবং রাজ্যের বাইরে অনেকটা সময় নিয়ে ছবির শ্যুটিং হবে। ছবির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ করে ফেলেছেন সৌগত বসু। 

কাজী নজরুল ইসলামের গল্প বড় পর্দায় তুলে ধরা একেবারেই সহজ কাজ নয়। ফলস্বরূপ তাঁর জীবন নিয়ে নানা গবেষণা চলছে।। ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ হল সঙ্গীত। এই গুরু দায়িত্ব পালন, অর্থাৎ সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার। এছাড়া সম্পাদনা করবেন অর্ঘকমল মিত্র।

পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে তাঁকে নিয়ে পড়াশোনা করছেন কিঞ্জল। অভিনেতা জানান, "শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা প্রস্থেটিক মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে।" 

Advertisement

পরিচালক আব্দুল আলিম জানান, "এই ছবিটির শ্যুটিং নিয়ে আমরা খুব একটা তাড়াহুড়ো করতে চাই না। নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে ছবিতে৷ আমরা প্রতিটি দিক নিখুঁত গবেষণা করছি। ছবিতে প্রাণবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রূপে কিঞ্জল নন্দকে দেখতে পাবে দর্শক"। 
 

Advertisement