'সৌগুন' বিয়েতে মজেছে দর্শক। প্রায় দুসপ্তাহ ধরে চলছে 'খড়কুটো' ধারাবাহিকের সৌজন্য আর গুনগুনের বিয়ে। গুনগুনের অতি নাটকীতায় যতই ঝড় উঠুক নেটমহলে। অন্যদের পিছনে ফেলে দিয়ে আবারও শীর্ষে এই ধারাবাহিক।
বিয়ের অনুষ্ঠান বাজিমাত করে ১১.৩ পেয়ে সেরার সেরা 'খড়কুটো'। বিয়ের রিসেপশনে এসেছে গুনগুনের তিন্নি দিদি। 'ক্রেজি' সৌজন্যকে একেবারে কাছ ছাড়া করতে চাইছেন না গুনগুন। বিয়ের পর কি তবে প্রেম শুরু হবে?
বাড়ির মেয়েদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছেন 'রাণি রাসমণি'। এই সপ্তাহের টিআরপি তালিকায় ১১ নম্বর পেয়ে দ্বিতীয়স্থানে 'করুণাময়ী রাণি রাসমণি'। অন্যদিকে মোতিচুরের পায়েস বানিয়ে ছন্দে ফিরছে শ্যামা। লিখিল কি চিনতে পারবে শ্যামাকে? তৃতীয় হয়েছে 'কৃষ্ণকলি'। ঝুলিতে পুড়েছে ১০.৯ পয়েন্ট।
শঙ্খদীপ-মোহরের বিয়ের পর আবার ফ্যামিলি ড্রামা শুরু হয়ে গিয়েছে। তাই কি খানিকটা পিছিয়ে পড়ল এইবার? ১০.৬ পেয়ে চতুর্থ 'মোহর'। অন্যদিকে গীতের বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু বাড়ি ছাড়তে হয়েছে যমুনা আর সঙ্গীতকে। পঞ্চম স্থানে ৯.৫ পেয়ে 'যমুনা ঢাকি'।
শ্রীময়ী-র জীবনে নতুন মোড়। রোহিত সেন আর শ্রীময়ী কি এক হবে? ষষ্ঠতে ৯.২ পেয়ে 'শ্রীময়ী'। সপ্তমে জি বাংলার ধারাবাহিক 'জীবন সাথী'। পেয়েছে ৮ নম্বর। অষ্টমে ৭.৯ পেয়ে রয়েছে তিনটি শো। স্টার জলসার 'খেলাঘর', 'সাঁঝের বাতি' এবং জি বাংলার গানের রিয়্যালিটি শো 'সা রে গা মা পা'। নবম স্থানে জি বাংলার 'আলোছায়া'। পেয়েছে ৭.৫। আর দশমে নতুন ধারাবাহিক 'অপরাজিতা অপু'। পেয়েছে ৭.৩ পয়েন্ট।