scorecardresearch
 

শিশু দিবসে বড় চমক 'রাজশ্রী'র, মুক্তি পেল 'হাবজি গাবজি'-র ট্রেলার

আজ শিশুদিবস (Childrens Day)। আর আজই মুক্তি পেল রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নতুন ছবি 'হাবজি গাবজি'র ট্রেলার। ছোটদের জন্য ছবি তো বটেই। ছবিটি আসলে বড়দের জন্যও। ছবিতে পরমব্রত-শুভশ্রী জুটি। বড়দিনে মুক্তি পাবে হাবজি গাবজি।

Advertisement
রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি গাবজি' রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি গাবজি'
হাইলাইটস
  • শিশুদিবসে প্রকাশ্যে রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি গাবজি'-র ট্রেলার
  • রিয়েল লাইফ মা শুভশ্রী এবার পর্দাতেও মায়ের চরিত্রে
  • প্রথমবার জুটিতে শুভশ্রী-পরমব্রত

আজ শিশুদিবস (Childrens Day)। আর আজই মুক্তি পেল রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নতুন ছবি 'হাবজি গাবজি'র ট্রেলার। ছোটদের জন্য ছবি তো বটেই। ছবিটি আসলে বড়দের জন্যও। ছবিতে পরমব্রত-শুভশ্রী জুটি। বড়দিনে মুক্তি পাবে হাবজি গাবজি। 

সদ্যই দুই থেকে তিন হয়েছেন রাজ-শুভশ্রী। তাঁদের জীবনে এসেছে ছোট্ট ইউভান। তাকে নিয়েই একাকার দুজনে। তারইমধ্যে রাজ চক্রবর্তীর নতুন ছবির ট্রেলার বের হল। ছবির নাম 'হাবজি গাবজি'। সত্য ঘটনা অবলম্বনে এই ছবি। ছবির বিষয় নেটমগ্ন শৈশব। শিশুদের জগতজুড়ে এখন স্মার্টফোন বা কম্পিউটার স্ক্রিন। তাঁদের জীবনে বাইরের মাঠ নেই, আকাশ নেই খেলা নেই। মোবাইল গেমে আটকে যাচ্ছে জীবন। এর পরিণতি কী হতে পারে...... তা নিয়েই গল্পের প্রেক্ষাপট। ছবিতে ওই শিশুর মায়ের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে (Subhasree)। আর বাবার ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)।  

অক্টোবরের শুরুতেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিল রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। রিয়েল লাইফে সদ্যই মা হয়েছেন শুভশ্রী। আর এবার ছবিতেও তাঁকে দেখা যাবে মায়ের চরিত্রে। স্বভাবতই বেশ খুশি নায়িকা। তবে শুধুমাত্র ছোটদের ছবি নয়, বড়দের জন্যও এই ছবি জুড়ে থাকছে গুরুত্বপূর্ন বার্তা। 

বাবা-মা আর দশ বছরের একটি বাচ্ছা। খুশির পরিবার। আর এই পরিবারেই নেমে আসে ঝড়। কেরিয়ার আর অ্যাম্বিশনের জেরে ছোট্ট ছেলের সঙ্গী হয়ে ওঠে মোবাইল গেম। ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভাল ফোনের চাহিদাও বাড়তে থাকে। বাবাও জন্মদিনে উপহার দেয়। এরপর নেটমগ্ন ছেলেকে আর ফিরিয়ে আনতে পারে না বাবা-মা। এরপর কী হয়? তা জানতে অবশ্যই দেখতে হবে রাজ-শুভশ্রী-পরমব্রতর 'হাবজি গাবজি'। 

Advertisement

হাবজি গাবজি-তে পরমব্রত এবং শুভশ্রীর ছেলের ভূমিকায় দেখা যাবে স্যমন্তক দ্যুতি মৈত্রকে। এছাড়াও রয়েছেন অনেকে। ছবির গল্প রাজ চক্রবর্তীর নিজের। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন পদ্মনাভ। সঙ্গীতের দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত। বড়দিনে মুক্তি পাচ্ছে 'হাবজি গাবজি'। 

Advertisement