'ডায়েট করতে পারিস না?', 'হাতির মতো মোটা', 'চেহারা দেখ, নড়তে চড়তে দশ ঘণ্টা', 'এই চেহারায় ওয়েস্টার্ন', 'নিজেকে আয়নায় দেখ...' ইত্যাধি নানা মন্তব্য কম-বেশি বহু মানুষকেই শুনতে হয় প্রায়ই। প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ 'স্টপ বডি শেমিং' ঝড় উঠলেও, থামেনি এই সামাজিক ব্যাধি। বারবার বডি শেমিংয়ের শিকার হতে হয় অভিনেত্রীদেরও। দৈহিক গঠন নিয়ে এই সমালোচনা, কটাক্ষের যেন জবাব দিলেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিংহ। মনোক্রমে সাহসী ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
উন্মুক্ত বাহু, স্পষ্ট বক্ষ বিভাজিকা, বিস্ময়ে তাকিয়ে লেন্সবন্দী হয়েছেন অভিনেত্রী। ভারী চেহারা এবং তা নিয়ে ট্রোলিংকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে, 'প্লাস সাইজ' ফ্লন্ট করেছেন সঙ্ঘশ্রী। বোল্ড ফটোশ্যুট করিয়ে, নিজের ইনস্টা পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সৌন্দর্য কোনও প্লাস-মাইনাসের মাপকাঠির আওয়ায় পড়ে না, এটাই বিশ্বাস করেন অভিনেত্রী।
ক্যাপশনে প্রশংসায় ভরিয়েছেন তারকারা থেকে শুরু করে নেটিজেনরা। যদিও এই ছবিতেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। যদি এসব নেতিবাচক কমেন্টকে পাত্তা না দিয়ে , 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখেছেন সঙ্ঘশ্রী। তবে প্রথা ভেঙে তাঁর এই পদক্ষেপকে ইতিবাচক চোখে দেখার মানুষদের সংখ্যাটাই বেশি। চর্চিত পোস্ট প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, "সমাজমাধ্যমে যারা ট্রোল করে তারা সকলের নজরে পড়ে যায়। কিন্তু নিজের পাড়াতেও ট্রোলিংয়ের শিকার হতে হয়, তার খবর রাখে ক’জন?"
তিনি যোগ করেন, "যে কোনও চেহারায় আকর্ষণীয় ও লাস্যময়ী হয়ে ওঠা যায়। জানি হয়তো কেউ কেউ এই ছবি দেখে আমাকে খারাপ বলবে, তবে তাতে আমার কিচ্ছু আসে- যায় না! সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে হলে মেধার প্রয়োজন ঠিকই, কিন্তু কত সাইজ়ের বুক, কোমর, নিতম্ব হতে হবে সেটাও বলা থাকে। ঐশ্বর্য, প্রিয়ঙ্কা, সুস্মিতা মেধার জেরেই খ্যাতনামী হয়ে উঠেছেন। বাকি বিজয়ীরা কোথায়? তারা কোথায় হারিয়ে গেল!"
অভিনেত্রী অকপটে আরও বলেন, "আগে হাত কাটা পোশাক পরতে ইতস্তত বোধ করতাম। আমি জানতাম না এখন আমাদের সাইজ়ের ডিজাইনার পোশাক পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখি, বড় বড় ব্র্যান্ড প্লাস সাইজ বলে ৩৪ কোমরের পোশাক বিক্রি করে। ৩৯ বছর বয়সে আমি ভাল থাকতে চাই। কে কী বলছে তাতে কান দেব না। এত বছর তো সকলকে সন্তুষ্ট করে চললাম, কী হল তাতে?"