scorecardresearch
 

Nusrat Jahan: '১ কোটি ১৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম, সুদ-সহ ফেরত দিয়েছি', দুর্নীতির অভিযোগে যা জানালেন নুসরত

আবাসন দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। সেভেন সেন্স ইন্টারন্যাশনাল নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা প্রতারণা করেছে তারা।

Advertisement
হাইলাইটস
  • আবাসন দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান
  • কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে অভিনেত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন

আবাসন দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। সেভেন সেন্স ইন্টারন্যাশনাল নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা প্রতারণা করেছে তারা। আর এই প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ ওঠে নুসরতের বিরুদ্ধে। যদিও আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে অভিনেত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, 'গতকাল থেকে নানা খবর দেখানো হচ্ছে। কাল জবাব দিতে পারিনি। কারণ শ্যুটিংয়ে ছিলাম বলে। যারা ভুল করে, যাদের ভয় থাকে, তারা ব্যাখ্যা দেয়। আমার মনে কোনও ভয় নেই। তাই আমি সংবাদমাধ্যমের সামনে এসেছি। যে কেস কোর্টে পেন্ডিং আছে সেই বিচারাধীন বিষয়ে ঢোকা ঠিক নয়। বিচারাধীন বিষয়ে মন্তব্য করাও ঠিক নয়।'

সংবাদমাধ্যমের সমালোচনা করে বসিরহাটের সাংসদ বলেন, 'অনেক গল্প দেখেছি, সেটা মিডিয়ায় এসেছি। সেভেন সেন্স ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ২০১৭ সালে পদত্যাগ করেছি। কোম্পানি থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার লোন নিয়েছিলাম, সেটাও সুদ-সহ ফেরত দিয়ে দিয়েছি। সব ডিটেলস আমার কাছে আছে।'

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তারপর অভিনেত্রী বলেন, 'আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনওদিন এসব কাজ করিনি। কোনওদিন যুক্ত ছিলামও না। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই। সুদ-সহ লোন ফেরত দিয়ে দিয়েছি। যদি কোনও ভুল দেখাতে পারেন আপনারা যা বলবেন তাই। আমি কোনও কিছুতে জড়িত নয়। এটার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তাই রাজনীতি জড়াবেন না। একটা পয়সা নিলেও আপনাদের সামনে দাঁড়াতাম না।'

Advertisement
Advertisement