scorecardresearch
 
Advertisement

Dev: ভক্তদের সঙ্গে সেলফি-হ্যান্ডসেক, মালদায় 'খাদান'-এর প্রচারে দেব ও টিম

Dev: ভক্তদের সঙ্গে সেলফি-হ্যান্ডসেক, মালদায় 'খাদান'-এর প্রচারে দেব ও টিম

খাদান সিনেমার প্রচারে মালদায় অভিনেতা দেব। তাকে দেখতে উপচে পড়লো ভিড়। মঙ্গলবার কলকাতা থেকে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব। তাঁর সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরো কলা কুশলীরা। পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর ১২ টা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন দেব। মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব। তাঁকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন।

Advertisement