'ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা / নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ / যেতেছে ভাসি, তারি দু-চারটি অশ্রু জল।' যাঁরা প্রাণের মানুষ, মনের মানুষ হন, তাঁদের হারিয়ে ফেললে যে শূন্যতা তৈরি হয় তা সহজে ঢাকা যায় না। কিন্তু সেই মানুষের ছোট ছোট অনুভূতি, ছোট ছোট স্মৃতি, সব নিয়েই জীবন রসদ তৈরি করে নিতে হয়। সিনেমাপ্রেমী, সংস্কৃতিপ্রেমীদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় তেমনই এক প্রাণের মানুষ, যাঁর সম্পর্কে জানার আগ্রহ চিরকাল সজীব থাকবে। তাঁর সঙ্গে ৫ ছবি করা পরিচালক সুমন ঘোষ আমাদের সকলের প্রাণের মানুষকে নিয়ে স্মৃতিচারণে ফুটিয়ে তুলেছেন তাঁর ব্যক্তিত্বের অদ্ভুত নকশা। বইয়ের নাম Soumitra Chatterjee: A Film-maker Remembers. তা নিয়েই আজতক বাংলার সঙ্গে বিশেষ আড্ডায় সুমন ঘোষ। সঙ্গী সৌমিত্র কন্যা পৌলমী চট্টোপাধ্যায় বসু।
Soumitra Chatterjee: A Film-maker Remembers, Book On Soumitra Chatterjee