scorecardresearch
 
Advertisement

Srijit Mukherji Exclusive: বাঙালির কেত নিয়ে প্রথম কপ ইউনিভার্স! 'দশম অবতার'-র বানান কেন সৃজিতের স্টাইলে?

Srijit Mukherji Exclusive: বাঙালির কেত নিয়ে প্রথম কপ ইউনিভার্স! 'দশম অবতার'-র বানান কেন সৃজিতের স্টাইলে?

বাংলার প্রথম কপ ইউনিভার্স তৈরি হচ্ছে এই পুজোতেই। ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'দশম অবতার'। সৃজিতের এই ছবি আসলে তাঁর দুই জনপ্রিয় ছবি 'বাইশে শ্রাবণ' ও 'ভিঞ্চিদা'-র মিশিলে তৈরি বলা যায়।'বাইশে শ্রাবণ'-র প্রিক্যুয়েল 'দশম অবতার'। দীর্ঘ ১২ বছর পর ফের পর্দায় ফিরছেন প্রবীর রায়চৌধুরী এবং ৪ বছর পর ফের দেখা মিলবে ডিসিডিডি পোদ্দারের। হঠাৎ 'প্রিক্যুয়েল' কেন বেছে নিলেন পরিচালক? 'পুলিশি ব্রহ্মান্ড' তৈরি করা কতটা ঝুঁকিপূর্ণ ছিল? bangla.aajtak.in-এর সঙ্গে আড্ডায় নানা প্রশ্নের উত্তর দিলেন সৃজিত।

Advertisement