সুরজিৎ চট্টোপাধ্যায়। বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার। জন্ম রামপুরহাটে। মাঝে কাটিয়েছেন পাটনায়। তারপর কলকাতা। এখন তিনি প্রতিষ্ঠিত-সুপরিচিত হলেও সুরকার-গায়ক হওয়ার জন্য কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। এক সময় তো টাকা পয়সার অভাবেও ভুগেছেন। কীভাবে রামপুরহাটের সাদামাটা পরিবার থেকে উঠে এসে গায়ক হিসেবে পরিচিতি পেলেন? 'ব্যক্তিগত' সুরজিৎ।
Exclusive Interview Of Singer Surojit Chatterjee