scorecardresearch
 
Advertisement

VIDEO: রাজনৈতিক অভিসন্ধির কারণেই IFFI থেকে বাদ গেল 'Dictionary'! অভিযোগ ব্রাত্যর

VIDEO: রাজনৈতিক অভিসন্ধির কারণেই IFFI থেকে বাদ গেল 'Dictionary'! অভিযোগ ব্রাত্যর

গত ১২ ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত, আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান অভিনীত ছবি ‘ডিকশনারি’।ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইন্ডিয়ান প্যানারোমা, ২০২১' এর ফিচার ফিল্ম ক্যাটেগরিতে মনোনীত হয় ছবিটি।তবে ছবির পরিচালক ও প্রযোজক এর অভিযোগ, হঠাৎই বাদ দেওয়া হয় তাঁদের ছবি। বৃহস্পতিবার কলকাতার প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু অভিযোগ করেন, রাজনৈতিক অভিসন্ধির কারণেই বাদ দেওয়া হয়েছে তাঁর ছবি। শুধু তাই নয়, পরিচালক ও প্রযোজকের অভিযোগ, ছবি বাদ দেওয়ার পর তার কারণ হিসেবে যে যুক্তি দিয়েছে গোয়া চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ, তা সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্যপ্রণোদিত।

Dictionary a film by Bratya Basu has been dropped from Panaroma Division at IFFI Goa 2021

Advertisement