scorecardresearch
 

Covid 19 : আগামী সপ্তাহ থেকে স্পুটনিক ভি, প্রথমে পাবে বেসরকারি ক্ষেত্রগুলি

আবারও দেশে করোনায় (Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ১৩৬ জনের। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ
  • বিভিন্ন রাজ্যে অব্যাহত মৃত্যুমিছিল
  • উঠছে ভ্যাকসিন ও অক্সিজেন ঘাটতির অভিযোগ
  • আগামী সপ্তাহ থেকে স্পুটনিক ভি পাবেন দেশের সাধারণ মানুষ। প্রথমে পাবে বেসরকারি ক্ষেত্রগুলি।
  • দিল্লিতে টিকাকরণে সরলীকরণ। এখন থেকে আর ৪৫-এর বেশি বয়সীদের অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। সরাসরি ভ্যাকসিনেশান কেন্দ্রে গিয়েই নাম নথিভুক্ত করে টিকা নিতে পারবেন তাঁরা।
  • দেশে অক্সিজেনের অভাবে মৃত্যু জারি। গোয়া মেডিক্যাল কলেজে ৪ দিনে ৭৫ জন রোগীর মৃত্যুর অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। 
  • ভারতে চলছে টিকাকরণ অভিযান। এখনও পর্যন্ত ১৭ কোটি, ৯২ লক্ষ, ৯৮ হাজার ৫৮৪টি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
  • মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২,৫৮২ জন। মৃত্যু হয়েছে ৮৫০ জনের। পাশাপাশি এই একই সময়ে করোনা থেকে সেরে উঠেছেন আরও ৫৪ হাজার ৫৩৫ জন। 
  •  

  • রাজধানী দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৪৮৯ জন। মৃত্যু হয়েছে আরও ৩০৮ জনের। তবে রাজধানীতে সংক্রমণ কমে ১৪.২৪ শতাংশ হয়ে গিয়েছে। 
  • দেশব্যাপী টিকাকরণের চিত্র
    দেশব্যাপী টিকাকরণের চিত্র

আবারও দেশে করোনায় (Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ১৩৬ জনের। 

Advertisement