ভারত সহ বিশ্বের বেশকিছু দেশে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়ান্ট (Delta Plus Variant)। এবার নয়া একটি গবেষণার রিপোর্ট এই বিষয়ে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল। দিল্লির একটি হাসপাতালের গবেষণায় উঠে এসেছে যে ডেল্টা ভ্যারিয়ান্টের বিরুদ্ধে করোনার ভ্যাকসিন ৮ ভাগ কম কার্যকরী। অর্থাৎ উহানে যে ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছিল তারচেয়ে ডেল্টার ওপরে করোনার টিকা ৮ ভাগ কম কাজ করবে। সমীক্ষায় পাওয়া গিয়েছে, ডেল্টা ভ্যারিয়ান্ট আগে থেকে আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিবডিকে নিষ্ক্রিয় করতে এবং সংক্রমণকে বৃদ্ধির চেষ্টা করে।
দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল সহ ভারতের ৩টি জায়গায় মোট ১০০ স্বাস্থ্যকর্মীর ওপরে এই সমীক্ষা চালান হয়। কেমব্রিজ ইনস্টিটিউট অফ থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের বিজ্ঞানীরাও এই গবেষণায় অংশ নেন। গবেষকরা দেখেন যে, দুটি ডোজ নেওয়ার পরেও যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশিরভাগের ক্ষেত্রেই নেপথ্যে রয়েছে ডেল্টা ভ্যারিয়ান্ট।
গবেষণায় বলা হয়েছে, পুনরায় সংক্রমণ এবং বর্ধিত ট্রান্সবিলিটি ডেল্টা ভ্যারিয়ান্টের প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছে। প্রসঙ্গত গতবছরের শেষের দিকে মহারাষ্ট্রে প্রথম ডেল্টা ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছিল। তারপর সেটি দেশের বিভিন্ন প্রান্ত, এমনকী অন্যদেশেও ছড়িয়ে পড়ে। বর্তমানে ব্রিটেন-আমেরিকা সহ বিভিন্ন দেশে ডেল্টা ভ্যারিয়ান্টের জেরে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।
সমীক্ষার রিপোর্ট এখনও পিয়র রিভিউর জন্য দাখিল করা হয়নি। গবেষণায় বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়ান্ট স্পাইক প্রোটিন বাড়িয়ে দিয়েছে। এটি ফুসফুসের কোষে প্রভাব ফেলে। একইসঙ্গে উহানে যে স্ট্রেন পাওয়া গিয়েছিল তার চেয়ে বেশি পরিমান মানুষকে আক্রান্তও করতে পারে। প্রসঙ্গত ভারতে করোনার দ্বিতীয় ঢেউতে (Corona Second Wave) ডেল্টা ভ্যারিয়ান্টে অনেকেই আক্রান্ত হয়েছেন। তবে আপাতত আক্রান্তের সংখ্যা কমছে।