ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে বাংলার করোনা (Corona) চিত্র। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্য সরকারের বৃহস্পতিবারের বুলটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬,৭৬৯ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৫,৮৯২ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তে সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৩৬ হাজার ৮৮৫ জন। তবে দৈনিক মৃত্যুর পরিমানটা অবশ্য এদিন কিছুটা কম। রাজ্য সরকারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ২২ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ২৪। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৪৬০।
এদিকে রাজ্যে বেড়েছে দৈনিক সুস্থের সংখ্যাও। বুধবারের বুলেটিনে যেখানে দৈনিক সুস্থের সংখ্যা ছিল ২,২৯৭ জন, সেখানে বৃহস্পতিবার করোনা জয়ীর সংখ্যা ২,৩৮৭। ফলে বাংলায় মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৮৯ হাজার ৪২৪। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯২.৫৫ শতাংশ। পাশাপাশি রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৬ হাজার ৯৮১।
অন্যদিকে দেশের বাকি অংশে নজর রাখলে প্রথমে উঠে আসছে মহারাষ্ট্রে (Maharashtra) কথা। মহারাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে করোনায় আক্রান্ত ৬১ হাজার ৬৯৫ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। এর মধ্যে শুধু মুম্বইতেই নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ৮,২৭০ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। বর্তমানে মহারাষ্ট্র অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৬,২০,০৬০। ইতিমধ্যেই ১৫ দিনের মিনি লকডাউন ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার রাত ৮টা থেকেই তা লাগু হয়ে গিয়েছে। যার জেরে বৃহস্পতিবার রাস্তায় যানবাহন যেমন কম দেখা যায়, তেমনই বন্ধ থাকতে দেখা যায় বাজারও।
এদিকে রাজধানী দিল্লিতে (Delhi) নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৯৯ জন। মৃত্যু হয়েছে ১১২ জনের। বর্তমানে দিল্লিতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫৪ হাজার ৩০৯। এই পরিস্থিতিতে এদিনই দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে সপ্তাহান্তে কারফিউ ঘোষণা করা হয়েছে। এই কারফিউ শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে।