পশ্চিম ইউরোপে আবারও করোনা ঝড়। এই কারণ হিসেবে মূলত সরকারি বিধিনিষেধ তুলে নেওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং আরও সংক্রামক BA.2 ওমিক্রন সাবভেরিয়ানটকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইউরোপের বেশিরভাগ অংশজুড়ে গত একমাসেরও বেশি সময় ধরে করোনার গ্রাফ নিম্নমুখী থাকার পর ফের কয়েকদিন ধরে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালির মতো দেশে বাড়ছে কেস।
ফ্রান্সে গত সোমবার সরকার বেশিরভাগ কোভিড বিধিনিষেধ তুলে নেওযার পর এক-তৃতীয়াংশ কেস বেড়েছে। গত শুক্রবার ফ্রান্সে ৩ লক্ষ দৈনিক সংক্রমণের রেকর্ড থাকা সত্ত্বেও সরকার সপ্তাহান্তে করোনা ভাইরাস বিধিনিষেধের মেয়াদ শেষ করার জাতীয় আইন তৈরি করে।
অন্যদিকে ইতালিতে কোভিড কেস বাড়া সত্ত্বেও গত বৃহস্পতিবার সরকার ঘোষণা করেছে যে আগামী ১ মে থেকে তুলে নেওয়া হবে সমস্ত বিধিনিষেধ। পাশাপাশি ব্রিটেনে বর্তমানে ২০ জনের মধ্যে ১ জন সংক্রমিত এই পরিস্থিতিতে গত শুক্রবার ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলি সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভিন্ন চিত্র দেখা গিয়েছে অস্ট্রিয়ায়। সেখানে FFP2 ফেস মাস্কের প্রয়োজনীয় নিয়মগুলি পুনরায় প্রয়োগ করা হবে বলে সপ্তাহান্তে ঘোষণা করা হয়েছে।
এই পরিস্থিতিতে কেউ কেউ এহেন সিদ্ধান্তের জন্য সরকারকে দোষারোপ করছেন। আবার বিশেষজ্ঞরা ওমিক্রনের BA.2 সাবভেরিয়ান্টকে কাঠগড়ায় তুলছেন। এটি সনাক্ত করা কঠিন বলে কখনও কখনও এটিকে 'stealth Omicron'-ও বলা হচ্ছে। মনে করা হচ্ছে এটি BA.1-এর তুলনায় ৩০ শতাংশ বেশি সংক্রামক।
লরেন্স ইয়াং নামে ব্রিটেনের এক ভাইরোলজিস্ট এটিকে 'একটি নিখুঁত ঝড়' আখ্যা দিয়ে এর তিনটি কারণ ব্যাখ্যা করেছেন। সেই কারণ গুলি হল বিধিনিষেধ তুলে নেওয়া, টিকাকরণের পরেও ক্ষয় হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা ও BA.2। তিনি এএফপি-কে জানান, "নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়া BA.2-এর ছড়িয়ে পড়াকে তরান্বিত করেছে এবং এটি প্রজন্মকে অন্য ভেরিয়ান্টের দিকেও নিয়ে যেতে পারে।"
রিডিং বিশ্ববিদ্যালয়ের সেলুলার মাইক্রোবায়োলজির অধ্যাপক সাইমন ক্লার্ক বলেন," ব্রিটেনে ক্রমবর্ধমান কেস সত্ত্বেও, মহামারী শুরু হওয়ার পর থেকে জনসাধারণের মধ্যে ভাইরাস সম্পর্কে উদ্বেগ সর্বকালের মধ্যে কম বলে মনে হচ্ছে।" সায়েন্স মিডিয়া সেন্টারকে তিনি বলেন, "ওমিক্রনের BA.2 আবার দেখাল যে এটি কত দ্রুত অবস্থার পরিবর্তন করতে পারে ও নতুন আকারে বিকশিত হতে পারে।"
এই পরিস্থিতিতে ক্ষয়িষ্ণু রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে ফ্রান্সের মতো কিছু দেশে ভ্যাকসিনের চতুর্থ ডোড চালু হয়েছে। অন্যদিকে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবার তরফে রবিবার জানানো হয়েছে যে, চতুর্থ বুস্টার শট কেয়ার হোমের বাসিন্দাদের জন্য উপলব্দ করা হবে।
এদিকে ফ্রান্স সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সভাপতি জিন-ফ্রাঁসোয়া ডেলফ্রেসি ইতিমধ্যে সম্ভাব্য ভেরিয়ান্ট সম্পর্কে সতর্ক করেছেন। নতুন ভেরিয়ান্টের বিষয়ে তাঁর প্রশ্ন, "সেটি কি আরও সংক্রামক ভেরিয়ান্ট হবে? সেটি কি আরও গুরুতর হবে? ভ্যাকসিনের প্রভাব কি সেটির ওপরে পড়বে? কেউ জানে না।"
আরও পড়ুন - এবার মাত্র ১০ মিনিটে বাড়িতে Zomato-র অর্ডার, কেন?