scorecardresearch
 

বড় ঘোষণা, এবার টিকা নিতে পারবেন ভারতে বসবাসকারী বিদেশিরাও

বিদেশি নাগরিকেরা কোউইন পৌর্টালে (Cowin Portal) নাম নথিভুক্তের ক্ষেত্রে পরিচয় পত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। নাম নথিভুক্ত হয়ে গেলেই টিকাকরণের স্লট পাবেন তাঁরা। ভারতের অনেক শহরেই প্রচুর সংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন। অধিক জনঘনত্বের কারণে সেই সমস্ত জায়গায় করোনা সংক্রমণের আশঙ্কাও বেশি। সেক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বিচার করেই প্রত্যেকের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ভারতে টিকা নিতে পারবেন বিদেশি নাগরিকরা
  • কোউইন পোর্টালে করতে নাম নথিভুক্ত
  • নাম নথিভুক্তের সময় ব্যবহার করা যাবে পাসপোর্ট

এবার থেকে ভারতে করোনার ভ্যাকসিন নিতে পারবেন বিদেশি নাগরিকেরাও (Foreign Citizen)। সোমবার (Monday) এই বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর ফলে ভারতে রয়েছেন এমন যেকোনও বিদেশি নাগরিক কোউইন পৌর্টালে নাম নথিভুক্ত করিয়ে টিকা নিতে পারবেন। কোভিড ১৯ থেকে সুরক্ষিত হতে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিদেশি নাগরিকদের টিকা দেওয়ার জন্য কোউইন পোর্টালে নাম নথিভুক্ত করার অনুমতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক।

নাম নথিভুক্ত করলেই স্লট

বিদেশি নাগরিকেরা কোউইন পৌর্টালে (Cowin Portal) নাম নথিভুক্তের ক্ষেত্রে পরিচয় পত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। নাম নথিভুক্ত হয়ে গেলেই টিকাকরণের স্লট পাবেন তাঁরা। ভারতের অনেক শহরেই প্রচুর সংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন। অধিক জনঘনত্বের কারণে সেই সমস্ত জায়গায় করোনা সংক্রমণের আশঙ্কাও বেশি। সেক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বিচার করেই প্রত্যেকের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত হবে। যাঁরা এখনও টিকা নেননি তাঁদের সংক্রমণের আশঙ্কা কমবে। পাশাপাশি ভাইরাসের ছড়িয়ে পড়াও রোধ করা যাবে।  

ভারতে চলছে টিকাকরণ অভিযান 

প্রসঙ্গত চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে টিকাকরণ (Vaccination) অভিযান। বর্তমানে ১৮ বছর ও তার চেয়ে বেশি বয়সিরা টিকা পাচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী ৯ আগস্ট পর্যন্ত দেশে ৫১ কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। 

 

Advertisement