দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করল মাদ্রাজ হাইকোর্ট। আজ একটি মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'এত সংক্রমণ বাড়ার জন্য দায়ী দেশের নির্বাচন। কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত।'
প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে এখন নির্বাচন চলছে। এই পরিস্থিতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এই নিয়ে দেশের বিভিন্ন আদালতে মামলা রুজু হয়েছে। করোনা সংক্রমণ বাড়লেও কমিশন কী করছে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট ভর্ৎসনা করেছে কমিশনকে। এবার সেই তালিকায় জুড়ল মাদ্রাজ হাইকোর্টের নামও।
আজ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচন কমিশনের কোনও কাণ্ডজ্ঞান নেই। দেশে এত সংক্রমণ বাড়ছে। কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করা প্রয়োজন।' আগামী ২ মে ভোটের ফলাফল সামনে আসবে। গণনার দিন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তা নিয়েও রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। রিপোর্টে সন্তুষ্ট না হলে গণনা বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট।
কমিশনকে কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে হাইকোর্ট বলে, 'মানুষের স্বাস্থ্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রশাসনকে তার ব্যবস্থা করতে হবে। এটাই তো কাজ। অথচ বাস্তবে তা হচ্ছে না। যদি সাধারণ মানুষ বেঁচে থাকতেই না পারে তাহলে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কী করবে?'
এত সংক্রমণ বাড়ার পরও রাজনৈতিক দলগুলির জনসভা ও মিছিল নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। আদালতের কমিশনকে ভর্ৎসনা, 'যখন রাজনৈতিক দলগুলি সভা-সমিতি করছে তখন কী আপনারা অন্য কোনও গ্রহে বসবাস করছিলেন?' নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ গণনা নিয়ে একটি মামলার শুনানিতে এই কথাগুলি বলে হাইকোর্ট।
এদিকে মাদ্রাজ হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির দাবি, যে সব রাজ্যে ভোট হচ্ছে না, সেখানেও সংক্রমণ বাড়ছে। তাহলে কীসেব ভিত্তিতে বলা যাবে যে, ভোটের জন্যই সংক্রমণ বাড়ছে?