আরটিপিসিআর টেস্ট (RTPCR Test) না থাকলে গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela 2022) যাওয়া যাবে না, বুধবার সাফ একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে যতটা সম্ভব কম পুণ্যার্থীকে এবার গঙ্গাসাগরে যাওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি আদালতের নির্দেশ মেনে চলারও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘরে ঘরে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। যাঁরা বাইরে থেকে আসছেন এবং তাঁদের সঙ্গে যে নেতারা আসছেন তাঁরা দেখাশোনা করুন। যাঁদের কোভিড আছে তাঁদের আলাদ করে রাখুন। প্রয়োজনে পুলিশের সাহায্য নিন। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে যাঁরা আসছেন তাঁদের সবাইকে স্বাগত। নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন, মেলা কমিটির সঙ্গে সহযোগিতা করুন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বলতে শোনা যায়, সকলের জন্য ৫ লক্ষ টাকার করে বিমা করে দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় কর্মীরা জীবন দিয়ে কাজ করছেন। পুলিশ প্রশাসন থেকে স্বাস্থ্যকর্মী, সকলে লড়াই চালাচ্ছেন। যেভাবে সংক্রমণ বাড়ছে, এটা হই হুল্লোড়ের সময় নয়। আদালতের নির্দেশ মেনে চলুন।
পুণ্যার্থীদের উদ্দেশ্যে মমতার আরও বার্তা, সবাই মাস্ক পরুন। দরকারে ডবল মাস্ক পরুন। হাত স্যানিটাইজ করুন। একইসঙ্গে যত্রতত্র থুতু না ফেলারও পরামর্শ দেন তিনি। পুণ্যার্থীদের সুস্থভাবে গঙ্গাসাগর যাত্রা সম্পন্ন করার বার্তাই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।