করোনার ওমিক্রন ভ্যারিয়ান্ট (Omicron Variant) নিয়ে আতঙ্ক কাটছে না। ওমিক্রনের উপসর্গেও বেশকিছু পরিবর্তন দেখা গিয়েছে। ইংল্যান্ডের ZOE কোভিড (Covod 19) সমীক্ষায় ওমিক্রনের ২০ উপসর্গের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। একইসঙ্গে শরীরে এই উপসর্গগুলি কতদিন থাকে তাও বলা হয়েছে সেখানে। এই লক্ষণগুলিই বেশিরভাগ ওমিক্রনে আক্রান্ত রোগীর দেহে পাওয়া যাচ্ছে।
ওমিক্রনের ২০ উপসর্গ
১. মাথাব্যাথা
২. নাক থেকে জল পড়া
৩. ক্লান্তি
৪. হাঁচি
৫. গলায় ব্যাথা
৬. লাগাতার কাশি
৭. কর্কশ কণ্ঠস্বর
৮. কাঁপুনি
৯. জ্বর
১০. মাথা ঘোরা
১১. ব্রেন ফগ
১২. গন্ধ বদলে যাওয়া
১৩. চোখে ব্যাথা
১৪. মাংসপেশীতে ব্যাথা
১৫. ক্ষিদে না পাওয়া
১৬. গন্ধ না পাওয়া
১৭. বুকে ব্যাথা
১৮. গ্ল্যান্ড ফোলা
১৯. দুর্বলতা
২০. ত্বকে ফুসকুড়ি
উপসর্গ কতদিন থাকে?
বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের উপসর্গ ডেল্টার চেয়ে দ্রুত দেখা যায় এবং এর ইনকিউবেশন পিরিয়ডও কম থাকে। ওমিক্রনে আক্রান্ত হওয়ার ২ থেকে ৫ দিনের মধ্যে এর উপসর্গ দেখা যায়। ব্রিটিশ এপিডেমিওলজিস্ট টিম স্পেক্টরের মতে, সাধারণত সর্দির মতো উপসর্গগুলি ওমিক্রনে থাকে, যা গড়ে ৫ দিন স্থায়ী হয়। তবে বিধিনিষেধ, সামাজিক দূরত্ব ও মাস্ক পরার ফলে অসুস্থ হওয়ার পরিমান কমেছে।
টিম স্পেক্টর আরও জানাচ্ছেন, ওমিক্রনের উপসর্গ ডেল্টার তুলনায় কমদিন থাকে। কেউ যদি উপসর্গ আসার ৫ দিন পর টেস্ট করিয়ে নেগেটিভ রেজাল্ট পান তার অর্থ হল, এরমধ্যে লক্ষণ এসে আবার চলে গিয়েছে। অর্থাৎ এটি যত দ্রুত আসে, ঠিক সেভাবেই চলেও যায়। বেশিরভাগ মানুষেরই ওমিক্রনের উপসর্গ ৩ থেকে ৫ দিন দেখা গিয়েছে। এছাড়া যাঁরা টিকা নিয়েছেন তাঁদের দেহে এই উপসর্গ আরও হালকা থাকে। তবে যাঁরা ভ্যাকসিন নেননি তাঁদের ক্ষেত্রে ওমিক্রনের উপসর্গ বেশিমাত্রায় দেখা যায়।