ইংল্যান্ডের (England) 'সুপার স্প্রেডার' করোনা ভাইরাস (Corona Virus) নিয়ে শঙ্কায় পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। দিন কয়েকের মধ্যে ব্রিটেন থেকে কলকাতা হয়ে ৫ জন জেলায় ফিরেছেন। তাঁদের মধ্যে রূপনারায়ণপুরের ২ জন, আসানসোলের ২ জন এবং অন্ডালের ১ জন। এছাড়াও আমেরিকা থেকে থেকেও এক যুবক রূপনারায়নপুর এসেছেন। তবে সবার মধ্যে ব্রিটেন ফেরত এক যুবককে নিয়ে চরম শঙ্কায় রয়েছে রূপনারায়ণপুর। ওই যুবক গত ৩০ ডিসেম্বর সকালে বাড়ি ফিরেছেন। সামান্য সর্দির উপসর্গ থাকায় ওই যুবক ও তাঁর পরিবারের আরও তিন সদস্যকে রাখা হয়েছে হোম কোয়ারান্টাইনে (Home Quarantine)। বিষয়টি নিয়ে উদ্বেগে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্লক প্রশাসন।
গত ৩১ ডিসেম্বর পিঠাইকিয়ারি ব্লক হাসপাতালে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। তবে আরটিপিসিআর-এ করা সেই পরীক্ষার ফল আসতে অন্তত ৭২ ঘন্টা সময় লাগবে। শুধু এই যুবকের পরিবারই নয়, ব্রিটেন থেকে আসা প্রত্যেকের ক্ষেত্রেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সেই জন্য ৩০ ডিসেম্বর ঐ যুবক বিমান থেকে নেমে এলাকায় পৌঁছাতেই সতর্কতা অবলম্বন করে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে, ওই যুবক রূপনারায়ণপুরে ফিরতেই জেলা স্বাস্থ্য দফতর থেকে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। যুবক ও তাঁর পরিবারও সবরকম সহযোগিতা করেছে বলে জানা গেছে।
এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনীকুমার মাজি বলেন, রূপনারায়ণপুরের ওই যুবকের করোনা পরীক্ষার জন্য সোয়াব নেওয়া হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ব্রিটেন ফেরত ৫ জনের সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে একজনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তিনি ব্রিটেনে ফিরেও গেছেন। বাকি চারজনের মধ্যে তিনজনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁরা সবাই এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পরীক্ষার রিপোর্ট আসেনি এখনও। তবে একজনকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর খোঁজ শুরু হয়েছে।