scorecardresearch
 

কোভিড ১৯ বড় কিছু নয়, এটা শুধু ঘুম ভাঙাল সবার! কোন ইঙ্গিত দিলেন WHO কর্তা

কোভিড ১৯ বড় কিছু নয়। এটা শুধুমাত্র ঘুম ভাঙাল সবার। এমনটা মন্তব্য করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর আপাৎকালীন পরিস্থিতি বিভাগের প্রধান মাইকেল রায়ন। তিনি বলেন, এই মহামারি অত্যন্ত দ্রুততার সঙ্গে গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। 

Advertisement
আশঙ্কা হু কর্তার। ফাইল ছবি- ইন্ডিয়া টুডে আশঙ্কা হু কর্তার। ফাইল ছবি- ইন্ডিয়া টুডে
হাইলাইটস
  • কোভিড ১৯ বড় কিছু নয়, এটা শুধুমাত্র ঘুম ভাঙাল সবার
  • মন্তব্য করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর আপাৎকালীন পরিস্থিতি বিভাগের প্রধান মাইকেল রায়ন
  • কোভিডে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে কমপক্ষে ১৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে

কোভিড ১৯ বড় কিছু নয়। এটা শুধুমাত্র ঘুম ভাঙাল সবার। এমনটা মন্তব্য করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর আপাৎকালীন পরিস্থিতি বিভাগের প্রধান মাইকেল রায়ন। তিনি বলেন, এই মহামারি অত্যন্ত দ্রুততার সঙ্গে গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। 

করোনা আতঙ্ক

এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে কমপক্ষে ১৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ভারতেও মৃতের সংখ্যা লক্ষাধিক। কোভিড পরিস্থিতির পরে মানুষের জীবনযাত্রারও অনেক পরিবর্তন হয়েছে। আগের থেকে বেশি সময় ঘরে থাকা শুরু করে মাস্ক বিভিন্ন জিনিস কোভিড মহামারির পরে থেকে শুরু করতে হয়েছে।  কিন্তু হু কর্তার মতে এই মহামারি এমন বড় কিছু নয়। তাহলে প্রশ্ন উঠছে, কোভিডের থেকেও কি ভয়ঙ্কর রোগ আসারা সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে অবশ্য খোলসা করেননি মাইকেল। তিনি এক বিবৃতিতে জানান, এই মহামারীটি খুব মারাত্মক হয়েছে। এটি অত্যন্ত দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি কোণে জনজীবনকে প্রভাবিত করেছে। কিন্তু ঘটনাচক্রে এটা বড় নয়। এই ভাইরাসটি খুব সংক্রমিত ও প্রচুর মানুষের মৃত্যুর কারণ। অনেকের প্রিয়জন কেড়ে নিয়েছে ভাইরাসটি। তবে এই রোগের মৃত্যুর হার, অন্যান্য সংক্রমিত মারণ রোগের থেকে অনেকটাই কম। এটা শুধুমাত্র একটা শুধুমাত্র একটা ঘুম ভাঙানোর সংকেত।

আরও পড়ুন, সিপাহী বিদ্রোহ থেকে করোনা ভ্যাকসিন! ১৬০ বছর পার করেও এদেশে বহাল তবিয়তে ধর্মীয় ভাবাবেগ

ভারতের চিত্রে উন্নতি

ভারতের করোনার চিত্র অনেকটাই উন্নতি হয়েছে। মাঝেমধ্যে করোনা সংক্রমণের সংখ্যা ২০ হাজারের নিচে নেমে গিয়েছে। বাড়ছে সুস্থতার হার। ভারতের বেশ কিছু ভ্যাকসিনের ট্রায়াল এখন শেষ পর্যায়ে রয়েছে। গতকাল শুরু হয়ে আজ পর্যন্ত চলবে ভ্যাকসিনের মক ড্রিল। তবে আশঙ্কা বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি। ব্রিটেনে সম্প্রতি কয়েকজনের দেহে করোনা নতুন প্রজাতির উপসর্গ পাওয়া যায়। তারপরেই সাবধান হয়েছে বিভিন্ন দেশ। ইতিমধ্যে আগাম সতর্কতা নিয়েছে ভারতের বিভিন্ন রাজ্যও। বেশ কিছু রাজ্যে নাইট কার্ফু থেকে শুরু করে বিদেশি পর্যটকদের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Advertisement

Advertisement