নতুন করে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। আর এই নিয়ে চিন্তার ভাঁজ সাধারণ মানুষ থেকে প্রশাসনের কপালে। তাই ফের একবার করোনা বিধি নিয়ে তৎপর প্রশাসন। আর সেই মতো রাতে গাড়ি চলাচলে বিধি-নিষেধ বলবৎ করতে তৎপর হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল দক্ষিণ থানার পুলিশ। শুক্রবার রাত এগারোটার সময় ভগৎ সিং মোড়ে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জীকে হাতে মেগাফোন নিয়ে জনগণকে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশমতো নাইট কারফিউ সম্পর্কে অবহিত করতে দেখা যায়। পাশাপাশি এদিন পথচলতি মানুষদের সতর্ক করেন পুলিশ আধিকারিকেরা। উল্লেখ্য, কিছুদিন আগেই সদ্য সমাপ্ত দুর্গাপুজোয় রাজ্যজুড়ে বিভিন্ন পুজো মণ্ডপে উপচে পড়া ভিড় দেখে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। ফের করোনা সূচক উর্ধমুখী হচ্ছে রাজ্যে। ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গিয়েছে। রাজ্যের সমস্ত জেলা শাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে জেলাশাসকদের বেশ কিছু কড়া নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব।
Asansol police on unexpected night tour to check curfew