scorecardresearch
 
Advertisement
অপরাধ

ছাগলের মৃত্যুতে পুলিশের কাছে FIR! তদন্তে নেমে অবাক পুলিশকর্মীরা

বিহারে ছাগলের মৃত্যুতে FIR
  • 1/6

আজবকাণ্ড বিহারে। সেখানে এক ছাগলের মৃত্যুতে থানায় দায়ের হল FIR। আর তার তদন্তে নেমে অবাক পুলিশকর্মীরা। তাঁরা সেই মৃত ছাগলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। 

বিহারে ছাগলের মৃত্যুতে FIR
  • 2/6

ঘটনা বিহারের কেইমুর জেলার। মৃত ছাগল মালিকের অভিযোগ, তাঁর পোষ্যটি পাশের বাড়ির আর একটি ছাগলের কাছে গিয়েছিল। আর সেই রাগেই ছাগলটিকে হত্যা করে প্রতিবেশী। 
 

বিহারে ছাগলের মৃত্যুতে FIR
  • 3/6

যে ছাগলটি মারা গিয়েছে তার মালিক রাধাদেবী ঘটনার দিন অর্থাৎ ১৫ জুলাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি জানান, প্রতিবেশীর বেধড়ক মারধরে মারা গিয়েছে তার পোষ্য। 

Advertisement
বিহারে ছাগলের মৃত্যুতে FIR
  • 4/6

রাধাদেবীর দাবি, তার পোষ্যর প্রায় ১৫ হাজার টাকা দাম ছিল। তার মতো গরিবের পক্ষে এই ক্ষতি পূরণ করা কার্যত অসম্ভব। রাধাদেবীর কাকুতিতে সাড়া দিয়ে অভিযোগ দায়ের করে পুলিশ। 

বিহারে ছাগলের মৃত্যুতে FIR
  • 5/6

এরপর সেই ছাগলের মৃতদেহের ময়নাতদন্তও হয়। এক সরকারি চিকিৎসক জানান, ছাগলের দেহের ময়নাতদন্ত হয়েছে। তবে রিপোর্ট এখনও সামনে আসেনি। রিপোর্ট পেলে জানা যাবে কীভাবে ছাগলটি মারা গেল। 

বিহারে ছাগলের মৃত্যুতে FIR
  • 6/6

তবে ছাগলের মৃত্যুতে  FIR দায়ের এই প্রথম নয়। এই কেইমুর জেলাতেই বছর দুয়েক আগে এক মুরগির ,মৃত্যর ঘটনায় ৭ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। 

Advertisement