scorecardresearch
 

ভোটের আগে ধরপাকড়, রাজারহাটে ধৃত বেআইনি অস্ত্র পাচার চক্রের ৩ পান্ডা

রাজ্যে আর কদিন পরেই নির্বাচন (Assembly Election 2021)। তারই মাঝে দিন কয়েক আগে পরপর দুবার শহর কলকাতা (Kolkata) থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছিল পুলিশ (Police)। এবার সেই বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার চক্রের অন্যতম তিন পান্ডাকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে রাজারহাটের চৌমাথার কাছে অভিযান চালিয়ে ওই তিন বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সেভেন এম এম পিস্তল, ম্যাগাজিন এবং বেশ কয়েক রাউন্ড গুলি।

Advertisement
বাজেয়াপ্ত অস্ত্র বাজেয়াপ্ত অস্ত্র
হাইলাইটস
  • বেআইনি অস্ত্রের বিরুদ্ধে ধরপাকড় জারি
  • রাজারহাট থেকে গ্রেফতার ৩ পান্ডা
  • বাজেয়াপ্ত অস্ত্র ও স্কুটি

রাজ্যে আর কদিন পরেই নির্বাচন (Assembly Election 2021)। তারই মাঝে দিন কয়েক আগে পরপর দুবার শহর কলকাতা (Kolkata) থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছিল পুলিশ (Police)। এবার সেই বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার চক্রের অন্যতম তিন পান্ডাকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে রাজারহাটের চৌমাথার কাছে অভিযান চালিয়ে ওই তিন বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সেভেন এম এম পিস্তল, ম্যাগাজিন এবং বেশ কয়েক রাউন্ড গুলি।

জানা গেছে কয়েকদিন আগেই কলকাতার ইডেন গার্ডেন রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে ইয়াসমিন বেগম এবং শাহরুখ মিস্ত্রি নামে দুই আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করেছিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানা যায়, বিহারের ভাগলপুর থেকে দুটি ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে বাসে করে কলকাতায় এসেছে তারা। বিহার থেকে সড়কপথে আনা ওই আগ্নেয়াস্ত্রগুলি বারুইপুরের এক দুষ্কৃতীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বারুইপুরের ওই দুষ্কৃতিকেও গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপরই তিনজনকে লাগাতার জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সুত্রে খবর, ওই জেরাতেই উঠে আসে এই অস্ত্র পাচার চক্রের আরও বেশকিছু পান্ডার নাম। 

সেই মতোই মঙ্গলবার রাতে রাজারহাটে অভিযান চালায় লালবাজারের গুন্ডা দমন শাখা। চৌমাথার কাছ থেকে গ্রেফতার করা হয় চক্রের অন্যতম তিন পান্ডাকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে মৌসিন ইসলাম, শফিকুল গাজি এবং আসন্তি ইসলাম। এদের মধ্যে মৌসিন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। শফিকুল কখনও উত্তর ২৪ পরগনা, কখনও কলকাতায় থাকে। আর আসন্তির বাড়ি উত্তর ২৪ পরগনায়। তাদের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন এবং বেশ কয়েক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে একটি স্কুটিও। নির্বাচনের আগে উত্তেজনা ছড়ানোর জন্যই ওই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছে কি না তা এখনও স্পষ্ট হয় পুলিশের কাছে। চক্রে আরও কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একইসঙ্গে আগামিদিনেও এই ধরনের অভিযান চলবে বলেই পুলিশ সূত্রে খবর।

Advertisement

 

Advertisement