বিবাহবার্ষিকীতে উপহার না পেয়ে ঘুমন্ত স্বামীকে ছুরি দিয়ে কোপানোর অফিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ৩৭ বছর বয়সী একজন ব্যক্তি বেঙ্গালুরুতে তার স্ত্রীর দ্বারা আক্রমণের পরে গুরুতর জখম হয়েছেন। অভিযোগ, স্ত্রীকে বিবাহবার্ষিকীতে উপহার না কিনে দেওয়ার জন্যই আক্রান্ত হতে হয়েছে তাঁকে।
ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭-এর অধীনে একটি এফআইআর, খুনের চেষ্টা সম্পর্কিত, অভিযোগের পরে নথিভুক্ত করা হয়েছে। এফআইআর অনুসারে, রিয়া ঘোষ (৩৫), বিবাহবার্ষিকীর উপহার না পেয়ে ক্ষুব্ধ হন। রাগের মাথায়, তিনি তার স্বামী পার্থ প্রতিম পাত্র (৩৭) কে ২৭ ফেব্রুয়ারি রান্নাঘরের ছুরি দিয়ে আঘাত করেন। সেইসময় পার্থ ঘুমোচ্ছিলেন। বিনা প্ররোচনায় আক্রমনে হতবাক পার্থ তাঁর স্ত্রীকে ছিটকে ফেলে দেন। এরপর চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
গতবছর পুণেতেও এরকমই একটি ঘটনা ঘটেছিল। স্বামী জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে কোনও উপহার দেন না ৷ এতেই ক্ষোভ জন্মেছিল যুবতীর মনে ৷ সেই ক্ষোভ বিবাদের চেহারা নেয় ৷ বিবাদ চরমে ওঠায় রাগে ঘুষি মেরে স্বামীর নাকই ফাঁটিয়ে দেন স্ত্রী ৷ ঘটনায় নাকের হাড় ভেঙে মৃত্যু হয়েছে যুবকের ৷ মৃতের নাম ছিল নিখিল পুষ্পরাজ খান্না (36) ৷ পুলিশ অভিযুক্ত যুবতী রেণুকা খান্নাকে (38) গ্রেফতার করেছিল ৷