'আমি কোনও দল করি না', সাফ জানিয়ে দিলেন মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Chatterjee)। রবিবার জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে তাঁর রাজনৈতিক পরিচয় জানতে চান সাংবাদিকরা। তার উত্তরেই অর্পিতার স্পষ্ট জবাব 'আমি কোনও দল করি না'। আর অর্পিতার এই বক্তব্যে পরোক্ষে তৃণমূলের দাবিতেই শিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। কারণ তৃণমূল ইতিমধ্যেই দাবি করেছে যে অর্পিতা মুখোপাধ্যায় দলের কেউ নয়। ইতিমধ্যেই অর্পিতাকে আদালতে পেশ করা হয়েছে।
প্রসঙ্গত, এসএসসি (SSC) দুর্নীতি মামলায় প্রায় ২৭ ঘণ্টা জেরার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্রেই দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল আবাসনে তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকাও উদ্ধার হয়েছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, অর্পিতাকে চেনেন কিন্তু টাকার উৎস সম্পর্কে কিছু জানেন না।
অন্যদিকে এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh), ফিরহাদ হাকিমরা (Firhad Hakim), সাংবাদিক বৈঠকে একই দাবি করেন। কার্যত স্পষ্টই তাঁরা জানান, যাঁরা বাড়ি থেকে এত টাকা উদ্ধার হয়েছে, তিনি তৃণমূলের কেউ নন, কোনও যোগ নেই দলের সঙ্গে। এমনকী ২১ জুলাই শহিদ স্মরণের মঞ্চে অর্পিতার মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও কুণাল ঘোষেরা বলেন, দলের কোন অনুষ্ঠানে, কার আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন, তার দায় দলের নয়। এদিন কার্যত অর্পিতাও একই দাবি করেন। প্রসঙ্গত, এর আগে তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়।
আরও পড়ুন - অবাক কাণ্ড! ১৫ দিনে ৩ বার সাপের কামড় খেয়েও বহাল তবিয়তে 'মৃত্যুঞ্জয়' বালক