scorecardresearch
 

ক্রিকেট কোচিং সেন্টারে যুবতীর সঙ্গে অশালীন কাজ স্যারের, প্রতিবাদে জুটল বেধড়ক মার

ক্রিকেট কোচিং সেন্টার যুবতির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন এক যুবক। তা দেখে প্রতিবাদ করায় এক প্রৌঢ়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। প্রাণ বাঁচাতে পুকুরে লাফ মেরে কোনওরকমে রক্ষা পান ওই প্রৌঢ়। ৃ

Advertisement
মাথা ফেটেছে ওই কেয়ারটেকরের। ফাইল ছবি মাথা ফেটেছে ওই কেয়ারটেকরের। ফাইল ছবি
হাইলাইটস
  • কোচিং সেন্টারে যুবতির সঙ্গে অশালীন কাজ স্যার
  • প্রতিবাদ করায় জুটল বেধড়ক মার
  • অভিযোগের তির ক্রিকেট কোচিং স্যারের দিকে

ক্রিকেট কোচিং সেন্টার যুবতির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন এক যুবক। তা দেখে প্রতিবাদ করায় এক প্রৌঢ়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। প্রাণ বাঁচাতে পুকুরে লাফ মেরে কোনওরকমে রক্ষা পান ওই প্রৌঢ়।

ঠিক কী অভিযোগ

গুরুতর আহত অবস্থায় ওই প্রৌঢ় বিধান অধিকারী হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ভোরে হাওড়ার চ্যাটার্জিহাটের ডুমুরজলার একটি ক্রিকেট সেন্টারের সামনে কাজ করছিলেন পেশায় কেয়ারটেকর বিধানবাবু। সেই সময়ে তিনি লক্ষ্য করেন এই যুবক ও যুবতী অশালীন কাজকর্ম করছে সেখানে। ঘটনার প্রতিবাদ করেন তিনি।  এরপরেই ওই যুগলের সঙ্গ তাঁর বচসাও হয়। সেই সময়ে প্রমাণ হিসাবে তাঁদের ছবিও তুলে রাখেন তিনি।

কীভাবে আক্রমণ

এর ঠিক কিছুক্ষণ বাদে ফের ওই তরুণী আসেন বিধানবাবুর কাছে। মোবাইল থেকে ছবিগুলি ডিলিট করতে বলে। অভিযোগ, এই কথাবার্তা চলার সময়ে আচমকাই পিছন থেকে কেয়ারটেকার বিধান অধিকারীকে ক্রিকেট ব্যাট দিয়ে মারধর শুরু করেন অভিযুক্ত যুবক। মাথা ফেটে যায় তাঁর। বিধানবাবু নিজেকে বাঁচাতে পুলের জলে ঝাঁপ দেন। এর পরেই ওই যুবতিকে সঙ্গে নিয়ে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত যুবক। স্থানীয়রা উদ্ধার করে বিধানবাবুকে হাওড়া হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুন, গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা তৃণমূলেরই, গোষ্ঠী সংঘর্ষে জেরবার শাসকদল

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক নিজেও একজন খেলোয়াড় এবং এই সেন্টারে এসে তিনি কোচিং করান। ওই তরুণীকে নিয়ে এসে ভোরবেলায় কোচিং সেন্টারের সামনে অশালীন কাজকর্মে লিপ্ত ছিলেন ওই যুবক। পুরো বিষয়টি দেখে ফেলায় অসন্তোষ প্রকাশ করেন বিধানবাবু। তখনকার মতো দু পক্ষের বচসা হলেও বিষয়টা খুব বেশি এগোয়নি। কিন্তু কিছুক্ষণ পরেই ওই যুবক হামলা চালায় বিধানবাবুর উপরে। অভিযোগ, ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। নিজেকে বাঁচাতে পুকুরে লাফ মারেন বিধানবাবু। কোনওরকমে রক্ষা পান তিনি। এর পরেই যুবতিকে নিয়ে চম্পট দেয় ওই যুবক। আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে বিধানবাবু। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement