ফের ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer)! এবার বরানগরে। সিবিআই (CBI) অফিসে চাকরি দেওয়ার নাম করে আইনজীবী দম্পতিকে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। ররিবার রাতে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer) কৃশানু মন্ডলকে।
পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালে একটি জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে শিয়ালদা কোর্টের আইনজীবী বিশ্বজিৎ চট্টপাধ্যায়ের কাছে যান কৃশানু মন্ডল নামে এক ব্যক্তি। সেই সময় থেকেই বরানগরের বাসিন্দা বিশ্বজিতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় শুরু হয় কৃষানু মন্ডলের।
বরানগরের শরৎচন্দ্র ধর রোডের বাড়িতে আসা-যাওয়া বাড়তে থাকে কৃষানুর। আর সেই সুযোগেই বিশ্বজিৎবাবু এবং তাঁর স্ত্রী ইন্দিরা চট্টপাধ্যায়ের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয় কৃশানু মন্ডলের।
পরে নিজেকে সিবিআই (CBI) অফিসার পরিচয় দিয়ে বরানগরের বাসিন্দা ওই আইনজীবীকে সিবিআই অফিসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর সেই সূত্রে দফায় দফায় প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
আরও পড়ুন: EXCLUSIVE : ঝিমিয়ে পড়েছে টবে লাগানো গাছ? নিয়ে আসুন হাসপাতালে, রাজ্যে এই প্রথম
কৃশানু মন্ডলের বাড়ি বাগুইহাটি রঘুনাথপুরের। এমনকী কৃষানু ওই দম্পতির নামে ভুয়া পরিচয়পত্র বানিয়ে দেয় বলেও অভিযোগ। ৫ মাস আগে আইনজীবী দম্পতির সন্দেহ হয়।
তখন তারা কৃশানুর কাছ থেকে জানতে চান। চাকরির কী হল, বিভিন্ন ভাবে তার কাছ থেকে জানার চেষ্টা করা হয়। ধরা পড়ে যেতে পারে। তা বুঝতে পেরে সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত কৃষানু মন্ডল।
পরে বরানগর থানায় লিখিত ভাবে অভিযোগ জানান আইনজীবী দম্পতি। এরই ভিত্তিতে বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে নোয়াপাড়া থেকে গ্রেফতার করে অভিযুক্ত কৃষানু মন্ডলকে।
সোমবার তাকে পাঠানো হয় ব্যারাকপুর মহকুমা আদালতে। তদন্তের গতিকে ত্বরান্বিত করতে পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
এদিন আদালতে ঢোকার মুখে অভিযুক্ত কৃশানু মণ্ডল জানায়, চাকরি দেওয়ার নাম করে দুই দফায় ২৪ লাখ ও ১৩ লাখ করে মোট ৩৭ লাখ টাকা সে নিয়েছে। অভিযুক্ত ব্যক্তির নিজে কোন কাজ করে না। তা সত্বেও সিবিআই (CBI) অফিসে চাকরি দেবে বলে ওই আইনজীবীকে আশ্বাস দিয়েছিল বলে জানিয়েছে কৃশানু।