বিপুল পরিমান সোনা (Gold Smuggling) সহ ২ জনকে গ্রেফতার করল রাজস্ব গোয়েন্দা দফতর। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির (Siliguri) জংশন এলাকায় অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেফতার করেন রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। ধৃতদের নাম রিহান আবদুল শেখ এবং সাহানাজ আবদুল শেখ। ধৃত দুই যুবক মহারাষ্ট্রের (Maharashtra) থানের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তাদের কাছ থেকে মোট ১ কিলো ৪৯৬ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য ৭৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৬ টাকা।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির জংশন এলাকায় ওত পেতে থাকেন রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এরপর সুযোগ বুঝে জালে তোলা হয় রিহান ও সাহানাজকে। ইন্দো - মায়ানমার সীমান্ত থেকে ওই সোনা মহারাষ্ট্রে পাচার করা হচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এক্ষেত্রে এই সোনা তারা কীভাবে শিলিগুড়ি পর্যন্ত নিয়ে এল, কীভাবেই বা মহারাষ্ট্র পর্যন্ত নিয়ে যেত তাও জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই পাচার চক্রে আরও কারা জড়িত রয়েছে তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত চলতি বছরে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং সংলগ্ন বেশ কয়েকটি জায়গা থেকে দফায় দফায় উদ্ধার হয়েছে বেআইনি সোনা। গত মাসেই শিলিগুড়িতে প্রায় ২ কোটি টাকার সোনা সহ গ্রেফতার করা হয় ২ জনকে। ধৃতরা কেরল থেকে এসেছিল বলে জানা যায়। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয় ৩০টি সোনার বিস্কুট। তার আগে ওই একই মাসে বাংলা-বিহার সীমান্ত থেকে ১৩০টি সোনার বাঁট সহ গ্রেফতার করা হয় ৩ পাচারকারীকে। অক্টোবর মাসেও শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে সোনা সহ ২ জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। ধৃতদের কাছ থেকে ২ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়। বারবার কেন ওই একই অঞ্চল থেকে বিপুল পরিমান সোনা বাজেয়াপ্ত হচ্ছে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের অন্দরে।