Maharashtra: নারকীয়তার চূড়ান্ত! মহারাষ্ট্রের এই ঘটনার কথা শব্দে বা কথায় ব্যাখ্যা করতে গিয়ে তা কম পড়বে। নির্মম, নৃশংসা, নির্যাতন সব খুব হালকা বলে মনে হবে।
শিউরে উঠতে হবে
এক ১৬ বছরের কিশোরীকে ৪০০ জন মিলে গত ৬ মাস ধরে লাগাতার ধর্ষণ করেছে। কোনও সাহায্য যাতে পাওয়া যায়, এই আশায় দ্বারস্থ হয়েছিল পুলিশের কাছে। অভিযোগ, সেখানেও নির্যাতিত হতে হয়েছে তাঁকে। এখন সে দু'মাসের গর্ভবতী। আগামী জীবন চূড়ান্ত অনিশ্চয়তা ভরা।
অভিযোগ দায়ের
তবে শেষ পর্যন্ত ওই কিশোরী এই সপ্তাহে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। এবং সেই ভিত্তিতে মামলা রুজু হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ আইন, শিশুদের উপর যৌন নির্যাতন বিরোধী আইন, ধর্ষণ এবং শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার বিডের পুলিশ সুপার রাজা রামস্বামী জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই এমনই জানাচ্ছে।
ওই অভিযোগপত্রে কিশোরী জানিয়েছে, বছর কয়েক আগে তার মা প্রয়াত হয়েছেন। তার বাবা তখন তার বিয়ে ঠিক করে। প্রায় ৮ মাস আগে তার বিয়ে হয়ে যায়। তবে তার স্বামী তাকে মারধর করত। স্বামী এবং তার পরিবারের সদস্যরা তার ওপর নির্যাতন চালাত।
আর সে কারণে সে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিল। সে ফিরে আসে বাবার কাছে। তবে বাবা তাকে ঘরে আশ্রয় দেয়নি। ফলে সে আম্বাজোগাইয়ের এক বাসস্ট্যান্ডে ভিক্ষা করতে শুরু করেছে। তখনই শুরু হয় তার উপর অত্যাচার।
থানার সাহায্য মেলেনি বলে অভিযোগ
শিশু কল্যাণ কমিটির কাছে সে জানিয়েছে, তাকে অনেক মানুষের নির্যাতন করেছে। সে আম্বাজোগাই থানায় গিয়েছিল। বেশ কয়েকবার সেখানে অভিযোগ জানাতে গিয়েছিল। তবে পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তার বদলে এক পুলিশকর্মী তার ওপর অত্যাচার করেছে। এমনই অভিযোগ তার।
তবে শেষ পর্যন্ত তার অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে।