Madhya Pradesh: অপরাধের যে কত রকমফের হয়। যেমন মধ্যপ্রদেশের সিহোরে। জানা গেল, সেখানে সমাজসেবিকার নাম করে চালানো হচ্ছিল সেক্স র্যাকেট। তবে পুলিশ ধরপাকড়ড় করে। সব পর্দা ফাঁস হয়ে গিয়েছে।
বাসস্ট্যান্ডের কাছে
শহরের বাসস্ট্যান্ডের কাছে এক বাড়িতে চলছিল সেই কাজকারবার। কোতোয়ালি পুলিশ ঘটনার তদন্ত নামে। আর তারপর দশজনকে পাকড়াও করে। যার মধ্যে ৪ জন মহিলা, তিন জন গ্রাহক, একজন দালাল এবং একজন মহিলা ম্যানেজার।
গ্রেফতার ১০
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কোতোয়ালি পুলিশ শহরের বাসস্ট্যান্ডের একটা ঘরে পাকড়াও করে পুলিশ সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করেছে।
মেয়েরা আসত ভোপাল থেকে
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে সেখানে চালানো হচ্ছিল এই ব্যবসা। পুলিশ তক্কে তক্কে ছিল। শেষ পর্যন্ত তাদের কাছে খবর যায়। আর অভিযান চালায় পুলিশ। গভীর রাতে সেখানে হাজির হয়।
আর সব পর্দাফাঁস হয়ে যায়। সেখান থেকে যে মহিলাদের পাকড়াও করা হয়েছে তারা এসেছিলেন ভোপাল থেকে। দীর্ঘদিন ধরে সেখানে এই চক্র সক্রিয় ছিল। তথ্য-প্রমাণ পাওয়ার জন্য পুলিশ অপেক্ষা করছিল। আর তা জোগাড় করতে গভীর রাতে অভিযান চালায় পুলিশ।
নেত্রী এবং সমাজসেবিকা
অনুপমা নামের এক মহিলার ঘরে সেই সেক্স ব়্যাকেট চালানো হচ্ছিল বলে অভিযোগ। তিনি নিজেকে মহিলানেত্রী বলে দাবি করেছেন। তার ফেসবুক প্রোফাইল দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ভিআইপি সঙ্গে তার ছবি রয়েছে। শুধু তাই নয়, তিনি একবার ভোটেও দাঁড়িয়েছিলেন।
সেবার শিবসেনার হয়ে পুরসভার ভোটে দাড়িয়েছিলেন। তবে তার অভিজ্ঞতা মোটেই ভাল ছিল। খুব খারাপ ছিল সেই অভিজ্ঞতা। প্রচুর ব্যবধানে হেরেছিলেন। তার পর থেকে নিজেকে সমাজসেবিকা আর নেত্রী বলতেন। এখন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যাতে এই বিষয়টির সঙ্গে জড়িয়ে থাকে আরও রহস্য কথা জানা যেতে পারে।
পুলিশ জানাচ্ছে
এই ঘটনার ব্যাপারে এ এস পি সমীর যাদব জানিয়েছেন, পুলিশের কাছে খবর ছিল আর। তার ভিত্তিতেই তল্লাশি করা হয়েছে। এখন তদন্ত করা হচ্ছে। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার ৭১০ টাকা উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই মহিলারা এসেছিল ভোপাল থেকে।