scorecardresearch
 

আড়াই ঘণ্টা মায়ের থেকে দূরে, না খেতে পেয়ে-ঢোলের আওয়াজে ২০ দিনের শিশু মৃত্যুর অভিযোগ

বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি গত ২৯ অক্টোবর মালদা মেডিক্যাল কলেজে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। পরে সন্তানদের নিয়ে বাড়িতে চলে যান তিনি। বুধবার ওই মহিলার বাড়িতে যা স্থানীয় এক পামেরা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • মালদায় শিশুর মৃত্যুতে চাঞ্চল্য
  • ২০ দিনের শিশুকে মায়ের থেকে দূরে রাখার অভিযোগ
  • গ্রেফতার স্থানীয় পামেরা

আড়াই ঘণ্টা ঘরে মায়ের থেকে দূরে রাখায় খেতে না পেয়ে এবং ঢাকঢোলের শব্দে ২০ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ। অভিযগ স্থানীয় পামেরার (কোনও কোনও গ্রামে শিশুর জন্মের পর তার মঙ্গল কামনা করেন এই ব্যক্তিরা) বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে মালদার মানিকচক থানার অন্তর্গত বাঙালগ্রামে। অভিযুক্ত পামেরাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি গত ২৯ অক্টোবর মালদা মেডিক্যাল কলেজে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। পরে সন্তানদের নিয়ে বাড়িতে চলে যান তিনি। বুধবার ওই মহিলার বাড়িতে যা স্থানীয় এক পামেরা। 

অভিযোগ, সন্তানদের শুভকামনার অছিলায় আড়াই-তিন ঘণ্টা একটি শিশুটিকে নিজের কাছে আটকে রাখে ওই পামেরা। সঙ্গে বাজতে থাকে ঢাকঢোল। এরপর শিশুটির পরিবারের কাছ থেকে ১২০০ টাকা দাবি করে ওই পামেরা। কিন্তু শিশুটির পরিবার তা দিতে অস্বীকার করায় শিশুটিকে ছাড়তে চায়নি সে। সেইসময় ফোনে এক আশাকর্মীও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বলেন। কিন্তু ওই পামেরা সেই আশাকর্মীকেও হুমকি দেয় বলে অভিযোগ। এরপরেই একসময় মৃত্যু হয় ওই শিশুর। 

ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে ছুটে যায় মানিকতলা থানার পুলিশ। ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পামেরাকে গ্রেফতার করেছে পুলিশ।


 

Advertisement