scorecardresearch
 

শিলিগুড়িতে খুনোখুনি, শ্যালিকা-শ্বশুর সহ ৩ জনকে কোপাল জামাই

সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফেরেন শচীন্দ্রচন্দ্র চা বাগানের (Tea Garden) স্থায়ী শ্রমিক পেনো ওঁরাও। অভিযোগ, পেনো ফিরতেই তাঁর ওপর হামলা চালায় বাড়ির জামাই মারিয়ানুস ওঁরাও। ছুরি দিয়ে কোপাতে শুরু করে তাঁকে। পেনোকে বাঁচাতে ছুটে যান তাঁর বৃদ্ধ বাবা মাহারু ওঁরাও। যার জেরে তাঁকেও কোপাতে শুরু করে মারিয়ানুস। এরপর পেনো ও তাঁর বাবার চিৎকারে ছুটে যান প্রতিবেশী যুবক আলবার্ট মিনজ। তখন তাঁর ওপরেও হামলা চালায় মারিয়ানুস। এরপর এলাকাবাসীরা ছুটে গেলে পালিয়ে যায় অভিযুক্ত। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • শিলিগুড়িতে ৩ জনকে কুপিয়ে খুন
  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
  • খতিয়ে দেখা হচ্ছে খুনের কারণ

একই পরিবারের দুই সদস্য ও এক প্রতিবেশী সহ মোট তিনজনকে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন খড়িবাড়ি ব্লকের শচীন্দ্রচন্দ্র চা বাগানের দীপা লাইন এলাকার। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে তার শ্যালিকা, শ্বশুর ও প্রতিবেশী এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, মাহারু ওঁরাও, পেনো ওঁরাও ও আলবার্ট মিনজ। ঘটনার সরেজমিনে তদন্ত করছে খড়িবাড়ি থানার পুলিশ।

ছুরি দিয়ে কুপিয়ে খুন

জানা গিয়েছে, সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফেরেন শচীন্দ্রচন্দ্র চা বাগানের (Tea Garden) স্থায়ী শ্রমিক পেনো ওঁরাও। অভিযোগ, পেনো ফিরতেই তাঁর ওপর হামলা চালায় বাড়ির জামাই মারিয়ানুস ওঁরাও। ছুরি দিয়ে কোপাতে শুরু করে তাঁকে। পেনোকে বাঁচাতে ছুটে যান তাঁর বৃদ্ধ বাবা মাহারু ওঁরাও। যার জেরে তাঁকেও কোপাতে শুরু করে মারিয়ানুস। এরপর পেনো ও তাঁর বাবার চিৎকারে ছুটে যান প্রতিবেশী যুবক আলবার্ট মিনজ। তখন তাঁর ওপরেও হামলা চালায় মারিয়ানুস। এরপর এলাকাবাসীরা ছুটে গেলে পালিয়ে যায় অভিযুক্ত। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খড়িবাড়ি বাগানের ম্যানেজার ভিপি সিং। তিনিই খড়িবাড়ি থানায় খবর দেন। গুরুতর জখম তিনজনকে প্রথমে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পেনো এবং মাহারুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় অ্যালবার্টকে। গভীর রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। 

রাতেই গ্রেফতার অভিযুক্ত

এই বিষয়ে, দার্জিলিং জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার অচিন্ত্য গুপ্ত জানান, "তিনজন খুন হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে গিয়েছিল। তল্লাশি চালিয়ে মাঝরাতে মারিয়ানুস ওঁরাওকে গ্রেফতার করা হয়েছে।" হঠাৎ কী কারণে মারিয়ানুস এই কাণ্ড ঘটাল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Advertisement

 

Advertisement