scorecardresearch
 

আবার মোবাইল চুরি বিজেপির মিছিলে! রানিগঞ্জের পর এবার দুর্গাপুরেও

রানিগঞ্জের পর এবার দুর্গাপুর (Durgapur)। বিজেপির (BJP) সভাস্থল থেকে চুরি অনেকের মোবাইল ও মানিব্যাগ। তাঁর মধ্যে রয়েছে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুয়ালিয়ার ছেলের মোবাইলও। জানা গেছে বুধবার দুর্গাপুরে সভা ও মিছিল ছিল বিজেপির। অভিযোগ সেই মিছিলেই বেশ কয়েকজনের মোবাইল ও ফোন চুরি হয়। মিছিলের পরেই ফাঁড়িতে অভিযোগ জানাতে যান মোবাইল মালিকরা। বিজেপির এক নেতার অভিযোগ, প্রায় ৪০ থেকে ৫০টা মোবাইল চুরি গেছে। মানি ব্যাগ চুরি গিয়েছে প্রায় ৩০ জনের। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি। একইসঙ্গে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে। কিছুদিন আগে রানিগঞ্জে ঘটে যায় একই ধরনের ঘটনা। 

Advertisement
মোবাইল ও মানি ব্যাগ চুরির অভিযোগ মোবাইল ও মানি ব্যাগ চুরির অভিযোগ
হাইলাইটস
  • বিজেপির মিছিল থেকে মোবাইল চুরি
  • চুরি অনেকের মানি ব্যাগ
  • মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি নেতার

রানিগঞ্জের পর এবার দুর্গাপুর (Durgapur)। বিজেপির (BJP) সভাস্থল থেকে চুরি অনেকের মোবাইল ও মানিব্যাগ। তাঁর মধ্যে রয়েছে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুয়ালিয়ার ছেলের মোবাইলও। জানা গেছে বুধবার দুর্গাপুরে সভা ও মিছিল ছিল বিজেপির। অভিযোগ সেই মিছিলেই বেশ কয়েকজনের মোবাইল ও ফোন চুরি হয়। মিছিলের পরেই ফাঁড়িতে অভিযোগ জানাতে যান মোবাইল মালিকরা। বিজেপির এক নেতার অভিযোগ, প্রায় ৪০ থেকে ৫০টা মোবাইল চুরি গেছে। মানি ব্যাগ চুরি গিয়েছে প্রায় ৩০ জনের। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি। একইসঙ্গে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে। কিছুদিন আগে রানিগঞ্জে ঘটে যায় একই ধরনের ঘটনা। 

এদিন দুর্গাপুরেরই সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে আসন্ন বিধানসভা ভোটে পশ্চিম বর্ধমান জেলায় সবকটি আসনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। শুভেন্দু বলেন, "লোকসভায় ২টি আসনে আপনারা জিতিয়েছিলেন, ২০২১-এর নির্বাচনেও পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনে বিজেপিকে জেতাতে হবে"। পাশাপাশি সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, "মা বোনেদের ব্লিচিং ফিনাইল দিয়ে যাবো, আগামী নির্বাচনে তৃণমূল প্রাইভেড লিমিটেড নামে জঞ্জালটিকে সাফ করে দেবেন।" 

এদিনের সভায় ফের একবার 'ভাইপো' তোপ শোনা যায় শুভেন্দুর মুখে। সভায় শুভেন্দু বলেন, "তৃণমূলের মঞ্চে নিষ্ঠাবান সৈনিক ছিলাম। এখন বলছি তোলাবাজ ভাইপো হঠাও। গায়ে লেগে গিয়েছিল ভাইপোর।" শুভেন্দু আরও বলেন, "কেন আমায় বাঁকুড়া ও পুরুলিয়ার অবজারভারের পদ থেকে তাড়িয়েছিল জানেন? কয়লা পাচার বালি পাচারের জন্য।" একইসঙ্গে এদিন গরু পাচার নিয়েও যুব তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। এই বিজেপি নেতার কটাক্ষ, "লাল চুল কানে দুল, তার নাম যুব তৃণমূল।" এরপর একটি রোড শোতেও অংশ নেন শুভেন্দু অধিকারী। 

 

Advertisement

Advertisement