scorecardresearch
 

Terrorist: হুগলিতে জইশ-ই-মহম্মদের জঙ্গি? দেশজুড়ে বিশাল অভিযান NIA-র

পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জইশ-ই-মহম্মদের জঙ্গি যোগ? বৃহস্পতিবার দেশের ৮ রাজ্যের ১৯ টি স্থানে অভিযান চালাোল NIA। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, অসম, উত্তরপ্রদেশ,বিহার, জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং গুজরাটের বেশ কিছু স্থানে অভিযান চালানো হয়।

Advertisement
হুগলিতে অভিযান NIA-র। হুগলিতে অভিযান NIA-র।

পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জইশ-ই-মহম্মদের জঙ্গি যোগ? বৃহস্পতিবার দেশের ৮ রাজ্যের ১৯ টি স্থানে অভিযান চালাোল NIA। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, অসম, উত্তরপ্রদেশ,বিহার, জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং গুজরাটের বেশ কিছু স্থানে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু নথি, মোবাইল ফোন-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, পেন ড্রাইভ, সিডি, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়। 

আরও পড়ুন: রক্তাক্ত মুর্শিদাবাদ, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ৩, উড়ে গেল বাড়ি

জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন শেখ সুলতান সালাহউদ্দিন আইয়ুবি-র ঘনিষ্ঠ সন্দেহে বিভিন্ন লোকেশনে তল্লাশি অভিযান চলে। এর আগে এই আইয়ুবিকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৪ সালে জইশ-ই-মহম্মদের জঙ্গি কার্যকলাপের প্রচার অভিযান চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। যুবসমাজের ব্রেনওয়াশ করে তাদের উগ্রবাদী ও হিংসাত্মক করে তোলাই টার্গেট ছিল এই আইয়ুবির। গতকালের অভিযানে আইয়ুবির ঘনিষ্ঠ সহযোগীদের খোঁজেই তল্লাশি চালায় NIA। 

কোন কোন স্থানে তল্লাশি চালানো হয়?

আরও পড়ুন

অসমের গোয়ালপাড়া, ঔরঙ্গাবাদ, মুম্বই, মহারাষ্ট্রের অমরাবতী, ঝাঁসি, বেরেলি, দেওবন্দ, উত্তরপ্রদেশের সাহারানপুর, বিহারের সীতামারহি, পশ্চিমবঙ্গের হুগলি, বারামুল্লা, রিয়াসি, বুদহগাম, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ, রাজস্থানের দুঙ্গারপুর এবং গুজরাটের মেহসানায় অভিযান চালায় NIA। 

আরও পড়ুন: পাকিস্তানিদের সহজে ভিসা, ISI প্রবেশে উৎসাহ দিচ্ছে ইউনূস সরকার?

TAGS:
Advertisement