এটিএম (ATM) ভেঙে লুঠের চেষ্টা, হাতেনাতে গ্রেফতার ১। ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট থানার অন্তর্গত একডালিয়া রোডে। ঘটনার সঙ্গে যুক্ত আরও ২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে এটিএম-এর সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য সিসিটিভি ফুটেজও।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গ্রাহক সেজে ওই এটিএম-এ ঢোকে এক ব্যক্তি। তার সঙ্গী ছিল আরও ২ জন। অভিযোগ, ভিতরে ঢুকে এটিএমটি (ATM) ভেঙে ফেলার চেষ্টা করে। কিছুক্ষণের চেষ্টায় মেশিনের ওপরের অংশটি ভেঙে ফেলতে সক্ষমও হয়। ইতিমধ্যেই শব্দ পেয়ে তৎপর হন এটিএম-এর নিরাপত্তারক্ষী। এরপর বিষয়টি চোখে পড়তেই আরও একজনকে ডেকে আনেন তিনি।
এদিকে নিরাপত্তারক্ষীর তৎপরতা দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। সেই সময়ে পিছলে পড়ে যায় একজন। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে এটিএম-এর (ATM) নিরাপত্তারক্ষা ও তার সঙ্গী। বাকি ২ জন মোটরবাইকে চেপে পালাতে সক্ষম হয়। এদিকে এইসবের মাঝেই ঘটনাস্থলে পৌঁছান পেট্রোলিং-এ থাকা পুলিশ কর্মীরা। এরপর পুলিশের হাতেই তুলে দেওয়া হয় অভিযুক্তকে।
ঘটনায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত ব্যক্তিকেও। পাশাপাশি পরীক্ষা করে দেখা হচ্ছে এটিএম-এর (ATM) সিসিটিভি ফুটেজ। বাকি দুই অভিযুক্তকে ধরতে অন্যান্য সিসিটিভি (CCTV) ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দ্রুত বাকি ২ অভিযুক্তকেও গ্রেফতারের চেষ্টায় রয়েছেন তদন্তকারী অফিসারেরা।