scorecardresearch
 

Rampurhat Violence Bhadu Sheikh Cbi : ভাদু খুনে গ্রেফতার আরও ৩, গ্রামে তল্লাশি CBI-এর

পুলিশ সূত্রে খবর, ভাদু শেখের খুন হওয়ার পর গ্রাম থেকে পালিয়ে যায় শেরা শেখ, রাজা শেখ এবং সঞ্জু শেখ। সূত্রের খবর, ভাদু শেখ খুনের ঘটনার CCTV দেখে এই তিনজনকে গ্রেফতার করা হয়। তবে এখনও কয়েকজন অভিযুক্ত পলাতক।

Advertisement
ঘটনাস্থলের ছবি ঘটনাস্থলের ছবি
হাইলাইটস
  • ভাদু শেখ খুনে গ্রেফতার আরও ৩ অভিযুক্ত
  • এই নিয়ে ভাদু খুনে ৪ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ
  • এখনও কয়েকজন পলাতক

বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে ভাদু শেখ খুনে গ্রেফতার আরও ৩ অভিযুক্ত। এই নিয়ে ভাদু খুনে ৪ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। জানা গিয়েছে, ঝাড়খণ্ড সীমান্তের কাছে থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের। তাদের নাম শেরা শেখ, রাজা শেখ এবং সঞ্জু শেখ।

পুলিশ সূত্রে খবর, ভাদু শেখের খুন হওয়ার পর গ্রাম থেকে পালিয়ে যায় শেরা শেখ, রাজা শেখ এবং সঞ্জু শেখ। সূত্রের খবর, ভাদু শেখ খুনের ঘটনার CCTV দেখে এই তিনজনকে গ্রেফতার করা হয়। তবে এখনও কয়েকজন অভিযুক্ত পলাতক। তাদের খোঁজ জারি রেখেছে পুলিশ। 

আরও পড়ুন : Fire Prevention: গ্রীষ্মে বাড়িতে আগুন লাগে! বাঁচতে যে বিষয়গুলি আজই চেক করা উচিত

প্রসঙ্গত, ভাদু খুনের ঘটনায় এর আগে হানিফকে গ্রেফতার করেছিল পুলিশ। ভাদু শেখের খুনের ঘটনায় এখনও CBI তদন্ত শুরু করেনি। বীরভূম জেলা পুলিসের হাতেই এই তদন্তভার প্রথম থেকে ছিল। 

এদিকে বগটুইয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে CBI। সূত্রের খবর, এখনও বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক। তাদের সন্ধানে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা ইতিমধ্যেই ৫টি বাড়িতে হানা দিয়েছে।

গত ২১ মার্চ রাতে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। ভাদু শেখ হত্যার এক ঘণ্টার মধ্যে ওই গ্রামে ৮টি বাড়িতে আগুন দেওয়া হয়। ৯ জনের মৃত্যু হয়। 

Advertisement