আবারও কাটমানি চাওয়ার অভিযোগ। আর দিতে অস্বীকার করায় ২ জনকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জন। ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়ায়। ঘটনার জেরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
জানা গিয়েছে, এনআরজিএ প্রকল্পের অন্তর্ভুক্ত জব কার্ডধারী ২ ব্যক্তি কাজের জন্য স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাদ্দামের কাছে আবেদন করেন। অভিযোগ, তাঁদের কাছ থেকে কাটমানি চান ওই উপপ্রধান। কাটমানি দিতে অস্বীকার করায় হাসিবুল হোসেন ও শেখ মিরহান নামে ওই দুই ব্যক্তিকে ব্যাপক মারধর করা হয়।
স্থানীয় সূত্রে খবর, জব কার্ডের কাজ করতে গিয়েছিলেন হাসিবুল হোসেন ও শেখ মিরহান। অভিযোগ, সেই সময় দলবল নিয়ে তাঁদের ওপর চড়াও হন পঞ্চায়েত উপপ্রধান শেখ সাদ্দাম। বাঁশ, লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। গুরুতর আহত অবস্থায় তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালিনই মৃত্যু হয় হাসিবুল হোসেনের। হাসপাতালে চিকিৎসা চলছে শেখ মিরহানের।
এই ঘটনায় শেখ মীরহানের অভিযোগ, তাঁরা তৃণমূল করেন। আর যাঁর নেতৃত্বে মারধর করা হয়েছে, তিনিও তৃণমূলের নেতা। যদিও অভিযুক্ত শেখ সাদ্দাম অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।