Howrah Road Accident News police public clash : ছাই বোঝাই ডাম্পার পিষে দিল এক পথচারীকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উলুবেড়িয়ার আমতার পাত্রপোশ এলাকা। উত্তেজিত জনতা তিনটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ইঞ্জিন এলে দমকলের একটি ইঞ্জিনে ভাঙচুর চালানো হয়। পথ অবরোধও করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা রাজাপুর সহ একাধিক থানার বিশাল পুলিশবাহিনী। আসে র্যাফ কমব্যাট ফোর্সও।
এদিকে পুলিশের সঙ্গে অবরোধকারীদের শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের শেল ও ফাটানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে স্তব্ধ হয়ে পড়ে আমতা উলুবেড়িয়া রুটের যান চলাচল।
আরও পড়ুন : ৫- ১৫ বছর বয়স্কদেরও মিলবে Corona-র ভ্যকসিন? মিলল উত্তর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে জঞ্জালিচকের এলাকার বাসিন্দা দেবু বর (৩০) রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। রাস্তার উপরে পড়ে গেলে তাঁকে পিষে দিয়ে চলে যায় একটি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবুবাবুর। এরপরই স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা দিয়ে আসতে থাকা তিনটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে সেগুলি জ্বলতে থাকে। এদিকে পথ অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে আসে আমতা থানার পুলিশ। পরে ফের আসে রাজাপুর থানার পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে RAF ও কমব্যাট ফোর্স ডাকা হয়। প্রথমে পুলিশ বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় শেষমেষ ব্যাপক লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে হলেও এলাকায় উত্তেজনা রয়েছে। বিক্ষোভকারীরা দফায় দফায় বিক্ষোভ দেখায় আমতা উলুবেড়িয়া রাস্তার উপরে। ফলে এখনও পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে এই রুটে।
আরও পড়ুন : দেশের বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতি! কীভাবে ২৮ ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা?
এদিকে ঝামেলা চলাকালীন উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ। ফলে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। ঘটনাস্থলে আসেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায়।
তিনি বলেন, 'বিক্ষোভকারীদের শান্ত করতে পুলিশ সামান্য বলপ্রয়োগ করে। পুলিশকে লক্ষ্য করেও আক্রমণ করা হয়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কে বা কারা এই তাণ্ডব চালিয়েছে তা খতিয়ে দেখা হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'