scorecardresearch
 

চুঁচুড়ায় মহিলার রহস্য মৃত্যু, মেয়েকে আটক পুলিশের

চুঁচুড়ার আয়মাডাঙা এলাকার বাসিন্দা গৌর ঘোষাল ও দোলন ঘোষাল। তাঁদের একমাত্র মেয়ে ইন্দুবালার বিয়ে হয় চন্দননগরে। বিগত কিছুদিন ধরে স্বামীর সঙ্গে ইন্দুবালার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। থাকছিলেন আয়মাডাঙায় নিজের বাবামায়ের সঙ্গে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ঘরের মেঝেতে পড়ে মা
  • একটু আগেই বাড়িতে এসেছিলেন মেয়ে
  • চুঁচুড়ায় মহিলার মৃত্যু ঘিরে রহস্য

বাড়িতে এল মেয়ে, তারপরই রহস্যজনক মৃত্যু মায়ের। হুগলির চুঁচুড়ার (Hooghly Chinsurah) আয়মাডাঙা এলাকার ঘটনা। মেয়েকে আটক করে তদন্ত শুরু পুলিশের। মৃত্যুর কারণ জানতে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। 

জানা গিয়েছে, চুঁচুড়ার আয়মাডাঙা এলাকার বাসিন্দা গৌর ঘোষাল ও দোলন ঘোষাল। তাঁদের একমাত্র মেয়ে ইন্দুবালার বিয়ে হয় চন্দননগরে। বিগত কিছুদিন ধরে স্বামীর সঙ্গে ইন্দুবালার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। থাকছিলেন আয়মাডাঙায় নিজের বাবামায়ের সঙ্গে। স্থানীয় সূত্র খবর, মানসিক অবসাদের জেরে মাঝেমধ্যেই অস্বাভাবিক আচরণও করতে দেখা যেত ইন্দুবালাকে। এমনকী কয়েকবার বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন তিনি। 

সোমবার সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলে গৌরবাবু। রাতে বাড়ি ফিরে দেখেন দোতলায় মেঝেতে পরে রয়েছেন দোলন। তিনি সঙ্গে সঙ্গে নিচে থাকা ভাড়াটেকে জিজ্ঞাসা করেন। ভাড়াটে জানান ইন্দুবালা বাড়িতে এসেছিলেন। কিছুক্ষণ পর তাঁকে চলেও যেতে দেখা যায় তাঁকে। এদিকে ততক্ষণেও দোলনের কোনও সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোলনকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। 

রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির সামনে থেকেই ইন্দুবালাকে আটক করে চুঁচুড়া থানার পুলিশ। তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে মা-মেয়ের মধ্যে কোনও বচসা হয়েছিল কি না তাও জানার চেষ্টা হচ্ছে। তবে ঠিক কী কারণে মৃত্যু, তা ময়নাতদনতের রিপোর্ট হাতে এলেই জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। 

 

Advertisement