scorecardresearch
 

বোমা বাঁধার সময় বিস্ফোরণ, কেতুগ্রামে গুরুতর জখম যুবক

বছর ২৮-এর যুবক অষ্টম হাজরার বাড়ি বীরভূমের লাভপুরে। তার শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকায়। সেখানেই বোমা বাঁধার সময় ঘটে বিস্ফোরণ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখম অষ্টমকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। 

Advertisement
আহত যুবক আহত যুবক
হাইলাইটস
  • কেতুগ্রামে বোমা বাধার সময় বিস্ফোরণ
  • দুই হাতের সামনের অংশ ছিন্নভিন্ন যুবকের
  • তদন্ত শুরু পুলিশের

বোমা বাঁধার সময় বিস্ফোরণে আহত এক যুবক। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আগরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আমগরিয়া গ্রামের ঘটনা। আহত ব্যক্তির নাম অষ্টম হাজরা। বিস্ফোরণে তার দুটি হাতের সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

জানা গিয়েছে, বছর ২৮-এর যুবক অষ্টম হাজরার বাড়ি বীরভূমের লাভপুরে। তার শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকায়। সেখানেই বোমা বাঁধার সময় ঘটে বিস্ফোরণ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখম অষ্টমকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। 

পুলিশ সূত্রে খবর, অষ্টম হাজার শ্বশুরের নাম নানু হাজরা। বুধবার শ্বশুরবাড়িতেই বোমা বাঁধার সময় ঘটে বিস্ফোরণ। যার জেরে তার দুটি হাতেরই সামনের অংশ কার্যত উড়ে গিয়েছে।  

এই বিষয়ে তৃণমূলের নেতা তথা অঞ্চলের উপপ্রধান সাইদুল ইসলাম অভিযোগ, অষ্টম হাজরা বিজেপি করে। বাইরে থেকে লোক এনে বিজেপির কয়েকজন কর্মী বোমা বাঁধা শিখছিল। সেই সময় বোমা ফেটে অষ্টম সহ আরও কয়েকজন আহত হয়েছে। অষ্টম হাজরা শ্বশুরবাড়িতেই থাকে ও বিজেপির হয়ে সন্ত্রাস করে।

অন্যদিকে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের দাবি, ঘটনা সম্পর্কে তাঁর কিছুই জানা নেই। তাঁদের ওই এলাকার বেশিরভাগ নেতা কর্মীই বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে ঘরছাড়া। 

 

Advertisement