scorecardresearch
 
Advertisement

পিকনিকে জয় শ্রী রামকে কেন্দ্র করে ধুন্ধুমার, হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে-VIDEO

পিকনিকে জয় শ্রী রামকে কেন্দ্র করে ধুন্ধুমার, হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে-VIDEO

পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্ধুমার। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর বলাগড় থানার সবুজ দ্বীপে। এদিন বলাগরের পিকনিক স্পট সবুজ দ্বীপে বনভোজনের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। সেখানে জয় শ্রী রাম গান বাজানো হয়। অভিযোগ এলাকার তৃণমূল নেতারা সেসময় চড়াও হয় বিজেপির উপর বন্ধ করতে বলা হয় গান। অভিযোগ গান না বন্ধ করায় বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করে তৃণমূলের লোকজন। রাতে এবিষয়ে বলাগড় অভিযোগ দায়ের করলেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। এর প্রতিবাদের এখন বলাগড়ের জিরাট বাসস্ট্যান্ডে পথ অবরোধে সামিল হয়েছে বিজেপি। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ বিজেপি কর্মীরাই নাকি সেখানে মাতব্বরি করছিলো।

Advertisement