বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট। দোহা থেকে ভারতে আসার সময় বিজয়ওয়াড়ার আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুতের খুঁটিতে জোর ধাক্কা মারে ৬৪ জনের যাত্রীবাহী বিমানটি।
অবতরণের সময় রানওয়ের পাশের চিহ্নিত হলুদ লাইন পেরিয়ে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে বিমানটি। এয়ার ইন্ডিয়ার উড়ানের ডানাটি সজোরে ধাক্কা খায়।
ফলে গতির মুখে একদিকে হেলে পড়ে বিমানটি। যদিও বিমানযাত্রী-সহ কর্মীরা কোনওক্রমে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
এয়ারপোর্টের ডায়রেক্টর মধুসূদন রাও সংবাদসংস্থা এএনআইকে জানায় যে, ফ্লাইটের মোট ৬৪ যাত্রী আর ক্রু মেম্বার সুরক্ষিত আছে।